নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সহসভাপতির পদ থেকে পদত্যাগ করায় কাজী ফজলে এলাহী (২৪) নামের ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় কমিটির সভাপতি, সম্পাদকসহ অন্য নেতাদের দায়ী করছেন তিনি।
গতকাল সোমবার রাতে এ ঘটনায় ছাত্রদলের ‘বিতর্কিত’ কমিটির সভাপতি জহিরুল ইসলাম সাইমুন (২৯), সাধারণ সম্পাদক অরূপ মজুমদার (২৭), মো. আকিব (১৯) ও মো. শান্তর (১৯) নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এর আগে ওই দিন বিকেলে মুজিব কলেজ ক্যাম্পাস ও কেটিএম হাট এলাকায় দুই দফা হামলার ঘটনা ঘটে। আহত কাজী ফজলে এলাহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
আহত কাজী ফজলে এলাহী অভিযোগ করে বলেন, ‘গত ২৩ মার্চ কেন্দ্র থেকে ছাত্রদলের সরকারি মুজিব কলেজ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটিতে বিবাহিত, অছাত্র, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা, কিশোর গ্যাং সদস্য ও বিতর্কিতদের নাম থাকার প্রতিবাদে কমিটি ঘোষণার পরদিন কমিটির সহসভাপতি আমিসহ ছয়জন পদত্যাগ করি। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার কলেজ ক্যাম্পাসে সভাপতি সাইমুন ও সম্পাদক অরূপ মজুমদারের নেতৃত্বে ফজলে এলাহীর ওপর হামলা করে।’
ফজলে এলাহী আরও বলেন, ‘এ বিষয়ে তাৎক্ষণিক কলেজ ক্যাম্পাসে অবস্থানরত সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করি। এতে আরও ক্ষিপ্ত হয়ে কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে কেটিএম হাট এলাকায় পুনরায় হামলা করে সাইমুন, অরূপ, শান্ত, আকিবের নেতৃত্বে ২৫-৩০ জন। হামলাকারীরা আমার ডান পা, মাথা ও হাতসহ শরীরের একাধিক স্থানে কুপিয়ে রক্তাক্ত করে।’
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়েছি। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সহসভাপতির পদ থেকে পদত্যাগ করায় কাজী ফজলে এলাহী (২৪) নামের ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় কমিটির সভাপতি, সম্পাদকসহ অন্য নেতাদের দায়ী করছেন তিনি।
গতকাল সোমবার রাতে এ ঘটনায় ছাত্রদলের ‘বিতর্কিত’ কমিটির সভাপতি জহিরুল ইসলাম সাইমুন (২৯), সাধারণ সম্পাদক অরূপ মজুমদার (২৭), মো. আকিব (১৯) ও মো. শান্তর (১৯) নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এর আগে ওই দিন বিকেলে মুজিব কলেজ ক্যাম্পাস ও কেটিএম হাট এলাকায় দুই দফা হামলার ঘটনা ঘটে। আহত কাজী ফজলে এলাহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
আহত কাজী ফজলে এলাহী অভিযোগ করে বলেন, ‘গত ২৩ মার্চ কেন্দ্র থেকে ছাত্রদলের সরকারি মুজিব কলেজ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটিতে বিবাহিত, অছাত্র, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা, কিশোর গ্যাং সদস্য ও বিতর্কিতদের নাম থাকার প্রতিবাদে কমিটি ঘোষণার পরদিন কমিটির সহসভাপতি আমিসহ ছয়জন পদত্যাগ করি। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার কলেজ ক্যাম্পাসে সভাপতি সাইমুন ও সম্পাদক অরূপ মজুমদারের নেতৃত্বে ফজলে এলাহীর ওপর হামলা করে।’
ফজলে এলাহী আরও বলেন, ‘এ বিষয়ে তাৎক্ষণিক কলেজ ক্যাম্পাসে অবস্থানরত সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করি। এতে আরও ক্ষিপ্ত হয়ে কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে কেটিএম হাট এলাকায় পুনরায় হামলা করে সাইমুন, অরূপ, শান্ত, আকিবের নেতৃত্বে ২৫-৩০ জন। হামলাকারীরা আমার ডান পা, মাথা ও হাতসহ শরীরের একাধিক স্থানে কুপিয়ে রক্তাক্ত করে।’
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়েছি। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বেলা তখন ১টা ১৫ এর আশপাশে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিনের ক্লাস শেষ। শিক্ষার্থীরা বের হওয়ার অপেক্ষায়। অনেকে বের হয়েও গেছে। স্কুলের হায়দার আলী ভবনেও একই অবস্থা। তবে কিছু শিক্ষার্থী শ্রেণিশিক্ষকের কাছে কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ বিকট শব্দ। কোনো কিছু বোঝার আগেই হা
৭ মিনিট আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দর আলী ভবনের প্রধান ফটকে আছড়ে পড়ায় ভেতরে থাকা
১৯ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। উপজেলার চাঁদগাজী বটতলি বাজারে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
১৯ মিনিট আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৯ নিহত হয়েছে। আরও শতাধিক আহত ও দগ্ধকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের অনেকের জীবন শঙ্কায় রয়েছে।
২৫ মিনিট আগে