Ajker Patrika

কমিটি থেকে পদত্যাগ করায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৪: ৩৫
হামলায় আহত ছাত্রদল নেতা কাজী ফজলে এলাহী। ছবি: আজকের পত্রিকা
হামলায় আহত ছাত্রদল নেতা কাজী ফজলে এলাহী। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সহসভাপতির পদ থেকে পদত্যাগ করায় কাজী ফজলে এলাহী (২৪) নামের ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় কমিটির সভাপতি, সম্পাদকসহ অন্য নেতাদের দায়ী করছেন তিনি।

গতকাল সোমবার রাতে এ ঘটনায় ছাত্রদলের ‘বিতর্কিত’ কমিটির সভাপতি জহিরুল ইসলাম সাইমুন (২৯), সাধারণ সম্পাদক অরূপ মজুমদার (২৭), মো. আকিব (১৯) ও মো. শান্তর (১৯) নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এর আগে ওই দিন বিকেলে মুজিব কলেজ ক্যাম্পাস ও কেটিএম হাট এলাকায় দুই দফা হামলার ঘটনা ঘটে। আহত কাজী ফজলে এলাহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

আহত কাজী ফজলে এলাহী অভিযোগ করে বলেন, ‘গত ২৩ মার্চ কেন্দ্র থেকে ছাত্রদলের সরকারি মুজিব কলেজ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটিতে বিবাহিত, অছাত্র, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা, কিশোর গ্যাং সদস্য ও বিতর্কিতদের নাম থাকার প্রতিবাদে কমিটি ঘোষণার পরদিন কমিটির সহসভাপতি আমিসহ ছয়জন পদত্যাগ করি। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার কলেজ ক্যাম্পাসে সভাপতি সাইমুন ও সম্পাদক অরূপ মজুমদারের নেতৃত্বে ফজলে এলাহীর ওপর হামলা করে।’

ফজলে এলাহী আরও বলেন, ‘এ বিষয়ে তাৎক্ষণিক কলেজ ক্যাম্পাসে অবস্থানরত সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করি। এতে আরও ক্ষিপ্ত হয়ে কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে কেটিএম হাট এলাকায় পুনরায় হামলা করে সাইমুন, অরূপ, শান্ত, আকিবের নেতৃত্বে ২৫-৩০ জন। হামলাকারীরা আমার ডান পা, মাথা ও হাতসহ শরীরের একাধিক স্থানে কুপিয়ে রক্তাক্ত করে।’

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়েছি। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত