লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নেওয়ার পর ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার দুপুরে এসব শিক্ষার্থীকে ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীরা দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আজ সকালে তারা টিকা নেয়। জেলা সিভিল সার্জন আহম্মেদ কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা নেয় শিক্ষার্থীরা। টিকা নেওয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। এরপর একে একে ২০ ছাত্রী বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাঁদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, টিকা দেওয়ার পর বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। পুরো শরীর ঝিমঝিম ও শ্বাস-প্রশ্বাস শুরু হয়। এখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। কোনো সমস্যা নাই। টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত ২৪ অক্টোবর থেকে লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ১ হাজার ৬৭২টি শিক্ষা-প্রতিষ্ঠানে ১ লাখ ১২ হাজার শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে এইচপিভি টিকা।
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নেওয়ার পর ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার দুপুরে এসব শিক্ষার্থীকে ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীরা দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আজ সকালে তারা টিকা নেয়। জেলা সিভিল সার্জন আহম্মেদ কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা নেয় শিক্ষার্থীরা। টিকা নেওয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। এরপর একে একে ২০ ছাত্রী বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাঁদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, টিকা দেওয়ার পর বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। পুরো শরীর ঝিমঝিম ও শ্বাস-প্রশ্বাস শুরু হয়। এখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। কোনো সমস্যা নাই। টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত ২৪ অক্টোবর থেকে লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ১ হাজার ৬৭২টি শিক্ষা-প্রতিষ্ঠানে ১ লাখ ১২ হাজার শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে এইচপিভি টিকা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনায় আয়োজিত পদযাত্রা ও সমাবেশ প্রতিহতের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
২ মিনিট আগেজানা গেছে, এ বছর ইলিশ মৌসুমের প্রথম থেকে জেলেদের জালে তেমন একটা মাছ ধরা পড়েনি। এর মধ্যে ১৫ জুলাই পর্যন্ত ছিল গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এরপর জেলেরা জাল নৌকা ও ট্রলার নিয়ে সমুদ্রে মাছ শিকারে ব্যস্ত সময় পার করলেও আশানুরূপ মাছ জালে ধরা পড়েনি। এদিকে গত শুক্রবার থেকে সাগরে নিম্নচাপ দেখা দেওয়ায়...
১০ মিনিট আগেভোলায় একটি পিস্তল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। তাঁরা দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য বলে কোস্টগার্ড জানিয়েছে। আজ রোববার সকালে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
১২ মিনিট আগেসরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
৪০ মিনিট আগে