চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল সাতঘাটিয়া পুকুরপার এলাকায় লিটন দাস (৫১) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বরকল সাতঘাটিয়া পুকুর পার পুলিন বাবুর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, লিটন দাশ বাড়ির পেছনের বারান্দার বিমের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
সরেজমিনে দেখা যায়, ঘরের পেছনের বারান্দার বিম ও ঘরের ফ্লোরের সঙ্গে উচ্চতা খুব কম। এ নিয়ে স্থানীয় লোকজনকে নানান মন্তব্য করতে শোনা যায়। স্থানীয় লোকজন বলছেন, পুলিশ আসার আগেই তাঁর স্ত্রী ও ভাইয়ের স্ত্রী বিমের সঙ্গে ঝুলে থাকা রশি কেটে লিটনকে বাড়িতে এনে রাখেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে ঘরের ভেতর থেকে শায়িত অবস্থায়।
জানা যায়, লিটন দাস দীর্ঘ ৩০ বছরের অধিক সময় আবুধাবিতে এসি, ফ্রিজের কাজ করতেন। চার-পাঁচ মাস আগে তিনি দেশে আসেন।
লিটন দাসের বড় ভাই তপন দাস জানান, সাতঘাটিয়া পুকুরপার এলাকায় ২০টির বেশি দোকান ভাড়া দিয়েছেন লিটন দাস। দুই ভাই মিলে বাড়ির খরচ শেষে বাকি টাকা ভাগ করে নেন।
তপন দাস বলেন, ‘লিটন প্রতিদিন রাতে নেশা করে গভীর রাতে বাড়ি ফিরত। শুক্রবার গভীর রাতে বাড়ি ফিরে তার স্ত্রী লক্ষ্মী দাসকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার স্ত্রী একাধিকবার বাড়ির বাইরে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে আজ (শনিবার) ভোরে বাথরুমে যাওয়ার সময় তার স্ত্রী দেখে পেছনের বারান্দার বিমের সাথে লিটন ঝুলে আছে। তখন সে চিৎকার দেয়। পরে আমিসহ পরিবারের সদস্যরা গিয়ে লাশ ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে ঘরের ভেতর রাখি। পরে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। তারা এসে থানা-পুলিশকে খবর দিলে, থানা-পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিটনের ভাই তপন দাস একটি অপমৃত্যুর মামলা করেছেন।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল সাতঘাটিয়া পুকুরপার এলাকায় লিটন দাস (৫১) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বরকল সাতঘাটিয়া পুকুর পার পুলিন বাবুর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, লিটন দাশ বাড়ির পেছনের বারান্দার বিমের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
সরেজমিনে দেখা যায়, ঘরের পেছনের বারান্দার বিম ও ঘরের ফ্লোরের সঙ্গে উচ্চতা খুব কম। এ নিয়ে স্থানীয় লোকজনকে নানান মন্তব্য করতে শোনা যায়। স্থানীয় লোকজন বলছেন, পুলিশ আসার আগেই তাঁর স্ত্রী ও ভাইয়ের স্ত্রী বিমের সঙ্গে ঝুলে থাকা রশি কেটে লিটনকে বাড়িতে এনে রাখেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে ঘরের ভেতর থেকে শায়িত অবস্থায়।
জানা যায়, লিটন দাস দীর্ঘ ৩০ বছরের অধিক সময় আবুধাবিতে এসি, ফ্রিজের কাজ করতেন। চার-পাঁচ মাস আগে তিনি দেশে আসেন।
লিটন দাসের বড় ভাই তপন দাস জানান, সাতঘাটিয়া পুকুরপার এলাকায় ২০টির বেশি দোকান ভাড়া দিয়েছেন লিটন দাস। দুই ভাই মিলে বাড়ির খরচ শেষে বাকি টাকা ভাগ করে নেন।
তপন দাস বলেন, ‘লিটন প্রতিদিন রাতে নেশা করে গভীর রাতে বাড়ি ফিরত। শুক্রবার গভীর রাতে বাড়ি ফিরে তার স্ত্রী লক্ষ্মী দাসকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার স্ত্রী একাধিকবার বাড়ির বাইরে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে আজ (শনিবার) ভোরে বাথরুমে যাওয়ার সময় তার স্ত্রী দেখে পেছনের বারান্দার বিমের সাথে লিটন ঝুলে আছে। তখন সে চিৎকার দেয়। পরে আমিসহ পরিবারের সদস্যরা গিয়ে লাশ ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে ঘরের ভেতর রাখি। পরে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। তারা এসে থানা-পুলিশকে খবর দিলে, থানা-পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিটনের ভাই তপন দাস একটি অপমৃত্যুর মামলা করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, গাজিয়া গ্রামের মৃত নগেন্দ্রনাথ মন্ডলের ছেলে নৃপেন মন্ডল একসময় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। গ্রামে ফিরে এসে মাথায় তিলক লাগিয়ে নিজেকে ’সাধু’ হিসেবে পরিচয় দিতে থাকেন। এভাবে সবার আস্থা অর্জন করে তিনি ‘আরামকাঠি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি’-এর পরিচালক পরিচয়ে গ্রামের মানুষদের কাছ...
২৫ মিনিট আগেউল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটতে পারে। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস এবং চিলাহাটি ও কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ননস্টপ ট্রেনগুলোর চলাচলে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায়
৩১ মিনিট আগেস্থানীয়রা জানান, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তারা বাড়ির পাশেই তাকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
৩৪ মিনিট আগেতাপমাত্রা ও আর্দ্রতার অতিরিক্ত চাপ গবাদিপশু ও পোলট্রির উৎপাদন কমিয়ে দেয়, রোগের ঝুঁকি বাড়ায় এবং অনেক সময় প্রাণীর মৃত্যুও ঘটায়। দেশের ছোট ও মাঝারি খামারিরা এই সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই বাকৃবির পশুপালন অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী আল মোমেন প্রান্ত এই...
২ ঘণ্টা আগে