সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম ঘিরে পুণ্যার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে শিব চতুর্দশী মেলা প্রাঙ্গণ। আজ শুক্রবার থেকে পুণ্যার্থীরা দল বেঁধে আসতে শুরু করেন চন্দ্রনাথ ধামে। ফলে লোকে লোকারণ্য হয়ে উঠেছে চন্দ্রনাথ ধাম মন্দিরসহ পুরো এলাকা। প্রতিবছর এ মেলায় ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের সনাতনী ধর্মের নারী-পুরুষের আগমন ঘটে।
আয়োজকেরা জানান, সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে চন্দ্রনাথ ধাম একটি পুণ্য তীর্থ। আনুমানিক ৫০০ বছর আগে ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে (শিবরাত্রি) চন্দ্রনাথ ধাম ঘিরে শুরু হয় তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা।
চন্দ্রনাথ ধাম দর্শনে বরিশাল থেকে সপরিবার আসা অশোক সরকার বলেন, তারা রিজার্ভ বাস নিয়ে শিব চতুর্দশী মেলা পরিক্রমা করতে আজ সকালে সীতাকুণ্ডে এসে পৌঁছেছেন। তাঁদের সঙ্গে আসা অন্য তীর্থযাত্রীরা মঠ-মন্দিরে উঠলেও তিনি উঠেছেন আত্মীয়ের বাসায়। আগামীকাল বিকেলে শিব চতুর্দশীর স্নান শেষে চন্দ্রনাথ ধাম দর্শন করবেন।
দিনাজপুর থেকে আসা পুণ্যার্থী আশা রায় বলেন, তাঁরা শিব চতুর্দশী তিথি শুরুর পর ব্যাস কুণ্ডে স্নান সেরে চন্দ্রনাথ মন্দির দর্শনে উঠবেন। সেখানে তাঁরা দেবাদিদেব মহাদেবের অর্ঘ্য প্রদানের পাশাপাশি মঙ্গল কামনায় ঢালবেন শিবের মাথায় জল।
সীতাকুণ্ড রেলস্টেশন মাস্টার সৈকত দেবনাথ বলেন, মেলাকে ঘিরে গত বুধবার থেকে সীতাকুণ্ড স্টেশনে থামছে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম মেইল, কর্ণফুলী কমিউটার, ময়মনসিংহ থেকে বিজয় এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, সিলেট থেকে আসা উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস, চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা ও সাগরিকা এক্সপ্রেস।
সৈকত দেবনাথ আরও বলেন, এ ছাড়া সীতাকুণ্ড থেকে ছেড়ে যাচ্ছে সাগরিকা কমিউটার, কর্ণফুলী কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস ও ঢাকা মেইল। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা এসব ট্রেন সীতাকুণ্ড স্টেশনে দুই মিনিট করে যাত্রাবিরতি করবে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, এবারের শিব চতুর্দশী মেলায় ছয়টি পয়েন্টে অর্ধশতাধিক ফায়ার সার্ভিসের কর্মী দায়িত্ব পালন করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, প্রতিবারের মতো এবারও মেলাকে ঘিরে তিন দিনের মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। এবার অন্য ওষুধের পাশাপাশি মেলায় আগত তীর্থযাত্রীদের ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, শিব চতুর্দশী মেলা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে উপজেলার প্রতিটি মঠ, মন্দিরসহ পুরো এলাকা। এ ছাড়া নিরাপত্তা নিশ্চিতে আকাশে ওড়ানো হচ্ছে ড্রোন।
মেলা কমিটির সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে গতবারের চেয়ে দ্বিগুণ করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা নিশ্চিতে পাঁচটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য ওড়ানো হচ্ছে ড্রোন। ফায়ার সার্ভিসের সদস্যরা ছয়টি পয়েন্টে অবস্থান নিয়েছেন। চিকিৎসকদের একটি দল এবং পুলিশের প্রায় ৫০০ সদস্য নিরাপত্তার জন্য কাজ করছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম ঘিরে পুণ্যার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে শিব চতুর্দশী মেলা প্রাঙ্গণ। আজ শুক্রবার থেকে পুণ্যার্থীরা দল বেঁধে আসতে শুরু করেন চন্দ্রনাথ ধামে। ফলে লোকে লোকারণ্য হয়ে উঠেছে চন্দ্রনাথ ধাম মন্দিরসহ পুরো এলাকা। প্রতিবছর এ মেলায় ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের সনাতনী ধর্মের নারী-পুরুষের আগমন ঘটে।
আয়োজকেরা জানান, সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে চন্দ্রনাথ ধাম একটি পুণ্য তীর্থ। আনুমানিক ৫০০ বছর আগে ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে (শিবরাত্রি) চন্দ্রনাথ ধাম ঘিরে শুরু হয় তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা।
চন্দ্রনাথ ধাম দর্শনে বরিশাল থেকে সপরিবার আসা অশোক সরকার বলেন, তারা রিজার্ভ বাস নিয়ে শিব চতুর্দশী মেলা পরিক্রমা করতে আজ সকালে সীতাকুণ্ডে এসে পৌঁছেছেন। তাঁদের সঙ্গে আসা অন্য তীর্থযাত্রীরা মঠ-মন্দিরে উঠলেও তিনি উঠেছেন আত্মীয়ের বাসায়। আগামীকাল বিকেলে শিব চতুর্দশীর স্নান শেষে চন্দ্রনাথ ধাম দর্শন করবেন।
দিনাজপুর থেকে আসা পুণ্যার্থী আশা রায় বলেন, তাঁরা শিব চতুর্দশী তিথি শুরুর পর ব্যাস কুণ্ডে স্নান সেরে চন্দ্রনাথ মন্দির দর্শনে উঠবেন। সেখানে তাঁরা দেবাদিদেব মহাদেবের অর্ঘ্য প্রদানের পাশাপাশি মঙ্গল কামনায় ঢালবেন শিবের মাথায় জল।
সীতাকুণ্ড রেলস্টেশন মাস্টার সৈকত দেবনাথ বলেন, মেলাকে ঘিরে গত বুধবার থেকে সীতাকুণ্ড স্টেশনে থামছে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম মেইল, কর্ণফুলী কমিউটার, ময়মনসিংহ থেকে বিজয় এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, সিলেট থেকে আসা উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস, চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা ও সাগরিকা এক্সপ্রেস।
সৈকত দেবনাথ আরও বলেন, এ ছাড়া সীতাকুণ্ড থেকে ছেড়ে যাচ্ছে সাগরিকা কমিউটার, কর্ণফুলী কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস ও ঢাকা মেইল। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা এসব ট্রেন সীতাকুণ্ড স্টেশনে দুই মিনিট করে যাত্রাবিরতি করবে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, এবারের শিব চতুর্দশী মেলায় ছয়টি পয়েন্টে অর্ধশতাধিক ফায়ার সার্ভিসের কর্মী দায়িত্ব পালন করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, প্রতিবারের মতো এবারও মেলাকে ঘিরে তিন দিনের মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। এবার অন্য ওষুধের পাশাপাশি মেলায় আগত তীর্থযাত্রীদের ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, শিব চতুর্দশী মেলা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে উপজেলার প্রতিটি মঠ, মন্দিরসহ পুরো এলাকা। এ ছাড়া নিরাপত্তা নিশ্চিতে আকাশে ওড়ানো হচ্ছে ড্রোন।
মেলা কমিটির সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে গতবারের চেয়ে দ্বিগুণ করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা নিশ্চিতে পাঁচটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য ওড়ানো হচ্ছে ড্রোন। ফায়ার সার্ভিসের সদস্যরা ছয়টি পয়েন্টে অবস্থান নিয়েছেন। চিকিৎসকদের একটি দল এবং পুলিশের প্রায় ৫০০ সদস্য নিরাপত্তার জন্য কাজ করছেন।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
২৮ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
৪০ মিনিট আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
৪৪ মিনিট আগেকুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবিল সরদারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও
১ ঘণ্টা আগে