কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে আসছে মৃত জেলিফিশ। বুধবার ও আজ বৃহস্পতিবার সৈকতের লাবণী, কলাতলী, সুগন্ধা ও দরিয়ানগর পয়েন্টে অন্তত শতাধিক জেলিফিশ ভেসে এসেছে বলে জানা গেছে।
হঠাৎ করে এত জেলিফিশ মারা যাওয়ার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কারণ অনুসন্ধানে জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন কক্সবাজারের বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।
ধারণা করা হচ্ছে, কয়েক দিনের প্রচণ্ড তাপপ্রবাহ ও জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে জেলিফিশগুলো।
কলাতলী এলাকার জেলে নুরুল আমিন (৪৫) ও আবদুল গফুর (৪০) জানান, বুধবার থেকে জোয়ারের পানিতে সাগর তীরে জেলিফিশ ভেসে আসছে।
কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম শহরের পর্যটন জোনের কয়েকটি স্থানে জেলিফিশ ভেসে আসার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষাক্ত মৃত জেলিফিশগুলো অপসারণের কাজ শুরু করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বঙ্গোপসাগরে কয়েক প্রজাতির জেলিফিশ রয়েছে। এটি সাধারণ জেলিফিশ। এর বৈজ্ঞানিক নাম অরেলিয়া অরিতা (Aurelia Aurita)। এই মাছ বিষাক্ত হিসেবে বিবেচিত। এটি মানুষের শরীরে লাগলে চুলকানি হয়।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ জানান, কী কারণে এত জেলিফিশ মারা গেছে, তা অনুসন্ধানে নমুনা সংগ্রহ করা হয়েছে। সাধারণত জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে।
এ সময় এসব মৃত জেলিফিশ খালি হাতে স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন তিনি।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জেলার বাইরে রয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে আসছে মৃত জেলিফিশ। বুধবার ও আজ বৃহস্পতিবার সৈকতের লাবণী, কলাতলী, সুগন্ধা ও দরিয়ানগর পয়েন্টে অন্তত শতাধিক জেলিফিশ ভেসে এসেছে বলে জানা গেছে।
হঠাৎ করে এত জেলিফিশ মারা যাওয়ার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কারণ অনুসন্ধানে জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন কক্সবাজারের বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।
ধারণা করা হচ্ছে, কয়েক দিনের প্রচণ্ড তাপপ্রবাহ ও জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে জেলিফিশগুলো।
কলাতলী এলাকার জেলে নুরুল আমিন (৪৫) ও আবদুল গফুর (৪০) জানান, বুধবার থেকে জোয়ারের পানিতে সাগর তীরে জেলিফিশ ভেসে আসছে।
কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম শহরের পর্যটন জোনের কয়েকটি স্থানে জেলিফিশ ভেসে আসার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষাক্ত মৃত জেলিফিশগুলো অপসারণের কাজ শুরু করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বঙ্গোপসাগরে কয়েক প্রজাতির জেলিফিশ রয়েছে। এটি সাধারণ জেলিফিশ। এর বৈজ্ঞানিক নাম অরেলিয়া অরিতা (Aurelia Aurita)। এই মাছ বিষাক্ত হিসেবে বিবেচিত। এটি মানুষের শরীরে লাগলে চুলকানি হয়।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ জানান, কী কারণে এত জেলিফিশ মারা গেছে, তা অনুসন্ধানে নমুনা সংগ্রহ করা হয়েছে। সাধারণত জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে।
এ সময় এসব মৃত জেলিফিশ খালি হাতে স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন তিনি।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জেলার বাইরে রয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের বাঁধ ভেঙে পানি ঢুকে নীলফামারীতে ৩০ একর জমির আমন ধান চারা নষ্ট হয়ে গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে জেলা সদরের কালীতলা ভাট্টাতলি নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে করে ওই সেচ খালে জেলা সদরের চাঁদেরহাট স্লুইসগেট থেকে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর এলাকায় খরিপ-২ মৌসুমের
৩ মিনিট আগেচট্টগ্রামের ফটিকছড়ি লেলাং ইউনিয়নে নিখোঁজের ১১ দিন পর হাত-মুখ বাঁধা অটোরিকশাচালক সন্তোষ চন্দ্র নাথ (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) লেলাং ইউনিয়নের লালপুলসংলগ্ন এলাকার লেলাং খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সন্তোষ নাথ লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সীমান্ত মহাজন বাড়ির
৭ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আজ রোববার বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আজ রাত ৮টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২০ মেগাওয়াট।
১২ মিনিট আগেপ্রতিবন্ধী ব্যবসায়ী সাইফুল ইসলামের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ১০ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির..
৩২ মিনিট আগে