উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে কথিত উগ্রপন্থী সংগঠন আরসার এক কমান্ডারকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন।
আটক সৈয়দুল আমিন (২৬) উখিয়ার ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে।
আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) প্রশিক্ষিত অস্ত্রধারী সদস্য সৈয়দুল আমিন ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে সংগঠনটির জিম্মাদার বা প্রধানের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে এপিবিএন।
রোববার (১৭ জুলাই) রাত ৯টায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক।
নাঈমুল হক বলেন, ‘রোববার ভোরে ড্রোনের মাধ্যমে অভিযান চালিয়ে সৈয়দ আমিনের অবস্থান শনাক্ত করে সহকারী পুলিশ সুপার মারুফ হোসেনের নেতৃত্বে এপিবিএনের একটি আভিযানিক দল। এ সময় সৈয়দ আমিনকে আটক করা হলে স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর আবাসস্থলে টিনের ট্রাঙ্কে রাখা একটি দেশে তৈরি এলজি (হালকা আগ্নেয়াস্ত্র) উদ্ধার করা হয়।’
১৪ এপিবিএন অধিনায়ক আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈয়দ আমিন জানিয়েছেন, মায়ানমারের গহীন অরণ্যে আরসার সমরাস্ত্র শাখার তত্ত্বাবধানে ছয় মাসের প্রশিক্ষণ শেষে সম্প্রতি তিনি রোহিঙ্গা ক্যাম্পে এসে পরিবারের সঙ্গে মিলিত হন।
৭ নং রোহিঙ্গা ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্লক মাঝি বলেন, ‘এফ ব্লকে সৈয়দ আমিনের স্ত্রী-সন্তানেরা থাকে। তিনি নিয়মিত মিয়ানমারে আসা-যাওয়া করেন এবং আরসার প্রথম সারির সদস্য।’
সৈয়দুল আমিনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে কথিত উগ্রপন্থী সংগঠন আরসার এক কমান্ডারকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন।
আটক সৈয়দুল আমিন (২৬) উখিয়ার ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে।
আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) প্রশিক্ষিত অস্ত্রধারী সদস্য সৈয়দুল আমিন ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে সংগঠনটির জিম্মাদার বা প্রধানের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে এপিবিএন।
রোববার (১৭ জুলাই) রাত ৯টায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক।
নাঈমুল হক বলেন, ‘রোববার ভোরে ড্রোনের মাধ্যমে অভিযান চালিয়ে সৈয়দ আমিনের অবস্থান শনাক্ত করে সহকারী পুলিশ সুপার মারুফ হোসেনের নেতৃত্বে এপিবিএনের একটি আভিযানিক দল। এ সময় সৈয়দ আমিনকে আটক করা হলে স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর আবাসস্থলে টিনের ট্রাঙ্কে রাখা একটি দেশে তৈরি এলজি (হালকা আগ্নেয়াস্ত্র) উদ্ধার করা হয়।’
১৪ এপিবিএন অধিনায়ক আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈয়দ আমিন জানিয়েছেন, মায়ানমারের গহীন অরণ্যে আরসার সমরাস্ত্র শাখার তত্ত্বাবধানে ছয় মাসের প্রশিক্ষণ শেষে সম্প্রতি তিনি রোহিঙ্গা ক্যাম্পে এসে পরিবারের সঙ্গে মিলিত হন।
৭ নং রোহিঙ্গা ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্লক মাঝি বলেন, ‘এফ ব্লকে সৈয়দ আমিনের স্ত্রী-সন্তানেরা থাকে। তিনি নিয়মিত মিয়ানমারে আসা-যাওয়া করেন এবং আরসার প্রথম সারির সদস্য।’
সৈয়দুল আমিনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছেন অফিসগামী যাত্রীরা। শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ঘট
৪৪ মিনিট আগেআজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে বাহরাইনের মানামা। শহরটির বায়ুমান ১৭৭, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, মিশরের কায়রো ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে...
১ ঘণ্টা আগেবরগুনার বিভিন্ন বনাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন সংরক্ষিত বনভূমির শত শত গাছপালা কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে সংরক্ষিত বনাঞ্চলের পাশেই চলছে অবৈধ সব করাতকল। গড়ে উঠছে শত শত ঘরবাড়ি। সহস্রাধিক গাছ কেটে ভুয়া প্রকল্পের মাধ্যমে বনের ভেতর করা হয়েছে প্রশস্ত রাস্তা। গহিন বনের ভে
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে বারবার রেখেছে সাহসিকতার স্বাক্ষর। সর্বশেষ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানেও এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রেখেছে ব্যতিক্রমী ভূমিকা।
১ ঘণ্টা আগে