Ajker Patrika

রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডার অস্ত্রসহ গ্রেপ্তার 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডার অস্ত্রসহ গ্রেপ্তার 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে কথিত উগ্রপন্থী সংগঠন আরসার এক কমান্ডারকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন। 

আটক সৈয়দুল আমিন (২৬) উখিয়ার ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে। 

আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) প্রশিক্ষিত অস্ত্রধারী সদস্য সৈয়দুল আমিন ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে সংগঠনটির জিম্মাদার বা প্রধানের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে এপিবিএন। 

রোববার (১৭ জুলাই) রাত ৯টায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক। 

নাঈমুল হক বলেন, ‘রোববার ভোরে ড্রোনের মাধ্যমে অভিযান চালিয়ে সৈয়দ আমিনের অবস্থান শনাক্ত করে সহকারী পুলিশ সুপার মারুফ হোসেনের নেতৃত্বে এপিবিএনের একটি আভিযানিক দল। এ সময় সৈয়দ আমিনকে আটক করা হলে স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর আবাসস্থলে টিনের ট্রাঙ্কে রাখা একটি দেশে তৈরি এলজি (হালকা আগ্নেয়াস্ত্র) উদ্ধার করা হয়।’ 

 ১৪ এপিবিএন অধিনায়ক আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈয়দ আমিন জানিয়েছেন, মায়ানমারের গহীন অরণ্যে আরসার সমরাস্ত্র শাখার তত্ত্বাবধানে ছয় মাসের প্রশিক্ষণ শেষে সম্প্রতি তিনি রোহিঙ্গা ক্যাম্পে এসে পরিবারের সঙ্গে মিলিত হন। 

৭ নং রোহিঙ্গা ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্লক মাঝি বলেন, ‘এফ ব্লকে সৈয়দ আমিনের স্ত্রী-সন্তানেরা থাকে। তিনি নিয়মিত মিয়ানমারে আসা-যাওয়া করেন এবং আরসার প্রথম সারির সদস্য।’ 

সৈয়দুল আমিনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত