নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নালা সংস্কারকাজে যে বাজেট দেওয়া হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘৫ কোটি টাকা দেওয়া হয়েছে নালা পরিষ্কারের জন্য, আড়াই কোটি বক্স-কালভার্টের জন্য। সংস্কারকাজের জন্য এই ৮-১০ কোটি টাকাই দেওয়া হয়েছে। এর চাইতে বেশি কিছু দেয়নি। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য।’
‘চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত এসব কথা বলেন। জনসংযোগ সমিতি, চট্টগ্রামের উদ্যোগে আজ শনিবার সকালে চসিক মিলনায়তনে এই সেমিনার হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা চেয়েছিলাম, আমাদের ৩০০ কোটি টাকার মেশিনারিজ টুলস দেন। কিন্তু এসব যন্ত্রপাতি আমাদের দেওয়া হয়নি। জলাবদ্ধতা দূরীকরণের জন্য এসব মেশিনারিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দরকারি জিনিস। জলাবদ্ধতা নিরসনের জন্য যেটা গুরুত্বপূর্ণ, এগুলো যদি না থাকে তাহলে আপনি কীভাবে জলাবদ্ধতার মতো বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করবেন?’
চসিক মেয়র বলেন, বর্তমানে যেসব মেশিনারিজ রয়েছে, সেগুলো ১৫-২০ বছরের পুরোনো। মেশিনারিজ না থাকায় বাইরে থেকে ১৫-২০ লাখ টাকায় একেকটা মেশিন ভাড়া নিতে হচ্ছে।
ডা. শাহাদাত আরও বলেন, ‘সিটি করপোরেশন সেবামূলক সংস্থা। সেখানে আমরা জনগণ থেকে নিয়ে নিয়ে কী সেবা দেব। আমরা কি মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেব? সেটা তো হতে পারে না।’
ডা. শাহাদাত বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন গত ১৫-১৬ বছরে একেবারে নষ্ট হয়ে গেছে। গাড়িগুলো নষ্ট হয়ে পড়ে আছে। সেগুলো আস্তে আস্তে ঠিক করা হচ্ছে। সীমিত জনবল ও মেশিনারিজের মাধ্যমে কাজ করে যাচ্ছি। তবে আমাদের কাজ যেগুলো হয়েছে, সেগুলো ঠিকমতো যদি ক্লিক করে, তাহলে শহরে জলাবদ্ধতা ৫০-৬০ শতাংশ কমিয়ে আনতে পারব।’
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নালা সংস্কারকাজে যে বাজেট দেওয়া হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘৫ কোটি টাকা দেওয়া হয়েছে নালা পরিষ্কারের জন্য, আড়াই কোটি বক্স-কালভার্টের জন্য। সংস্কারকাজের জন্য এই ৮-১০ কোটি টাকাই দেওয়া হয়েছে। এর চাইতে বেশি কিছু দেয়নি। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য।’
‘চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত এসব কথা বলেন। জনসংযোগ সমিতি, চট্টগ্রামের উদ্যোগে আজ শনিবার সকালে চসিক মিলনায়তনে এই সেমিনার হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা চেয়েছিলাম, আমাদের ৩০০ কোটি টাকার মেশিনারিজ টুলস দেন। কিন্তু এসব যন্ত্রপাতি আমাদের দেওয়া হয়নি। জলাবদ্ধতা দূরীকরণের জন্য এসব মেশিনারিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দরকারি জিনিস। জলাবদ্ধতা নিরসনের জন্য যেটা গুরুত্বপূর্ণ, এগুলো যদি না থাকে তাহলে আপনি কীভাবে জলাবদ্ধতার মতো বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করবেন?’
চসিক মেয়র বলেন, বর্তমানে যেসব মেশিনারিজ রয়েছে, সেগুলো ১৫-২০ বছরের পুরোনো। মেশিনারিজ না থাকায় বাইরে থেকে ১৫-২০ লাখ টাকায় একেকটা মেশিন ভাড়া নিতে হচ্ছে।
ডা. শাহাদাত আরও বলেন, ‘সিটি করপোরেশন সেবামূলক সংস্থা। সেখানে আমরা জনগণ থেকে নিয়ে নিয়ে কী সেবা দেব। আমরা কি মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেব? সেটা তো হতে পারে না।’
ডা. শাহাদাত বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন গত ১৫-১৬ বছরে একেবারে নষ্ট হয়ে গেছে। গাড়িগুলো নষ্ট হয়ে পড়ে আছে। সেগুলো আস্তে আস্তে ঠিক করা হচ্ছে। সীমিত জনবল ও মেশিনারিজের মাধ্যমে কাজ করে যাচ্ছি। তবে আমাদের কাজ যেগুলো হয়েছে, সেগুলো ঠিকমতো যদি ক্লিক করে, তাহলে শহরে জলাবদ্ধতা ৫০-৬০ শতাংশ কমিয়ে আনতে পারব।’
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
৪ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৪ ঘণ্টা আগেজয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির সড়ক প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এ প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ, সঠিকভাবে সেতু (সাঁকো) নির্মাণ না করা, এমনকি তিন ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে রাস্তার সাইড ফিলিং করার অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে৫০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের র্যাটহোল (পরিত্যক্ত সুড়ঙ্গ)। কখনো হামাগুড়ি, কখনো নুয়ে হেঁটে র্যাটহোলে ঢুকে গাঁইতি, শাবল, বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা তুলে বস্তায় ভরে নিয়ে আসেন শ্রমিকেরা। ঝুঁকি নিয়ে এভাবে কয়লা সংগ্রহের সময় ঘটে দুর্ঘটনা। সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে সরকারি হিসাবেই...
৫ ঘণ্টা আগে