Ajker Patrika

কলেজছাত্র হত্যায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
মুজিবুল হক, জামসেদুর রহমান। ছবি: সংগৃহীত
মুজিবুল হক, জামসেদুর রহমান। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র জামসেদুর রহমান হত্যায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। জামসেদুরের চাচা মো. আইয়ুব মিয়াজী গতকাল সোমবার রাতে এ মামলা করেন। মামলায় আরও অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বাদী আইয়ুব মিয়াজী জানান, কলেজছাত্র জামসেদুর তাঁর ভাই জালাল আহাম্মেদ মিয়াজীর ছেলে। জামসেদুর কুমিল্লার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। কোটা সংস্কারের দাবিতে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। গত বছর ৫ আগস্ট জামসেদুর সকাল থেকে চৌদ্দগ্রামে কোটা সংস্কার আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন। ওই দিন সরকার পতনের খবর শুনে ছাত্র-জনতা বিজয় মিছিল করে। এ সময় চৌদ্দগ্রাম বাজারে আওয়ামী লীগের পার্টি অফিসের আশপাশে দলটির সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে জামসেদুর রহমান নিহত হন।

মামলার অন্য আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল, গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লব, সাবেক কাউন্সিলর আব্দুল হালিম, পৌর ছাত্রলীগের সভাপতি জোবায়ের হোসেন শুভ, সৈকত, সোহেল, বাবলু মোল্লা, আবু তাহের, সুমন রেজা, মো. শাহিন, তোফায়েল, মোশারফ, আলী হোসেন লিটন, হারুনুর রশিদ মাছুম, রাকিব, গাজী শহিদ, রফিকুল ইসলাম পাটোয়ারী, কাজল, ইমান আলী, মো. ইউসুফ, তুরাজ মজুমদার, আরস মজুমদার, আলমগীর মেম্বার, নুরুল হুদা ফকির, একরামুল হক, কাজী মাছুম বিল্লাহ, পারভেজ, ফখরুল ইসলাম মেহেরাজ, নুর উদ্দিন রাজিব, সাবেক চেয়ারম্যান জি এম জাহিদ হোসেন টিপু, যুবলীগ নেতা মহিবুল আলম কানন মজুমদার, সুব্রত টোটন, ইয়াছিন আরাফাত, দ্বীন মোহাম্মদ সোহাগ, শামীম, জিহাদ হোসেন জাবেদ, সাজ্জাদ, লকিয়ত উল্লাহ সাগর, মাইন উদ্দিন দীপু, জামাল হোসেন ও হাফেজ বেলাল।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহাম্মেদ বলেন, ‘৫ আগস্ট আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত কলেজছাত্র জামসেদুর রহমানের হত্যার ঘটনায় তাঁর চাচা আইয়ুব মিয়াজী বাদী হয়ে গতকাল সোমবার রাতে একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকে আমরা আসামিদের গ্রেপ্তারের জন্য কাজ করে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত