Ajker Patrika

চান্দিনায় সড়কে প্রাণ গেল ৩ জনের

প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)
আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২: ০১
চান্দিনায় সড়কে প্রাণ গেল ৩ জনের

কুমিল্লার চান্দিনায় বালুবোঝাই ট্রাক্টরে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজারসংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালুশ্রমিক নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে ফয়জার রহমান (৪০) ও কাভার্ড ভ্যানের চালক লিটন (৪০)। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে হাড়িখোলা গ্রামের ট্রাক্টরচালক আমির হোসেনকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়কসংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু ওঠাচ্ছিলেন শ্রমিকেরা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই শ্রমিক নুরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান কাভার্ড ভ্যানের চালক। পরে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধারকাজ চালায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত