নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শারীরিক প্রতিবন্ধী। হাঁটতে না পারলেও কথা বলতে পারেন মো. আকবর আলী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে বিক্ষোভ করছিলেন তিনি। বলছিলেন, ‘আমাকে বাঁচান, বাঁচার যে খুব ইচ্ছা! কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে না পারলে তো মারাই যাব।’
চমেক হাসপাতালে চালু থাকা কিডনি ডায়ালাইসিস সেবার ফি ৫১০ টাকা থেকে বাড়িয়ে ৫৩৫ টাকা করা হয়েছে। ফি কমানোর দাবিতে অনেকের সঙ্গে শারীরিক প্রতিবন্ধী মো. আকবর আলীও যোগ দেন। জন্ম থেকে এই শারীরিক প্রতিবন্ধী বেশ কয়েক বছর ধরে কিডনির ডায়ালাইসিস করাচ্ছেন। এত দিন আত্মীয়স্বজনের কাছ থেকে সাহায্য নিয়ে অনেক কষ্টে চিকিৎসার ব্যয় মেটাচ্ছিলেন। এখন চিকিৎসার ব্যয় বাড়ায়, মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে তাঁর।
বাঁচার স্বপ্নও ক্ষীণ হয়ে আসছে তাঁর। কারণ, প্রতি মাসে তাঁর ১২ বার ডায়ালাইসিস দিতে হয়। খরচ পড়ে প্রায় ৬ হাজার। এখন আরও টাকা বাড়ালে চিকিৎসা খরচ চালাতে পারবেন না বলে জানান তিনি।
আকবর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সেই হাটহাজারীর ফতেয়াবাদ থেকে প্রতি সপ্তাহে তিনবার চমেকে আসতে হয়। একবার ডায়ালাইসিস করাতে ৫০০ টাকার বেশি লাগে। ভাইয়ের বাসায় থাকি। আত্মীয়স্বজনের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিৎসার ব্যয় মেটাই। এখন ব্যয় আরও বাড়লে, চিকিৎসা বন্ধ হয়ে যাবে। সরকারের কাছে আবেদন আমাদের বাঁচান।’
আজ রোববার দ্বিতীয় দিনের মতো সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করেন শত শত কিডনি রোগী। তাঁদের দাবি, টাকা না বাড়িয়ে আরও কমানো দরকার। কারণ, এখানে যাঁরা ডায়ালাইসিস করান, তাঁরা সবাই আর্থিকভাবে অসচ্ছল।
সুজন নামে এক কিডনি রোগী বলেন, ‘মাসে ৬ হাজার টাকা শুধু ডায়ালাইসিস পেছনে খরচ করতে হয়। এর বাইরে পরিবার সামলানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে চিকিৎসা খরচ বাড়ালে একসঙ্গে এক পরিবারের মৃত্যু হবে।’
খোঁজ নিয়ে জানা যায়, গত বছর ডায়ালাইসিসের প্রতি সেশনে সরকারি ফি ছিল ৫১০ টাকা এবং বেসরকারিভাবে প্রতি সেশনে ফি ছিল ২ হাজার ৭৯০ টাকা। এ ছাড়া চমেকে সারা বছর মুক্তিযোদ্ধা ও দরিদ্র রোগীরা ৬৫০ সেশন ফ্রিতে সেবা পেয়ে থাকেন। কিন্তু নতুন বছরে ফি বাড়ানোর পরে হয়েছে ৫৩৫ টাকা, আর বেসরকারি ফি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৩০ টাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের সঙ্গে স্যান্ডর কর্তৃপক্ষের চুক্তি অনুযায়ী প্রতিবছর তারা ৫ শতাংশ হারে ফি বাড়াচ্ছে। এ বছরও বেড়েছে। আমরা তো চুক্তির বাইরে যেতে পারছি না। তার ওপর সেশনও নির্ধারিত। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় মেশিন কেনার কথা জানিয়েছে। সেটা বাস্তবায়ন হলে কিডনি রোগীরা কম টাকায় সেবা পাবেন।’
শারীরিক প্রতিবন্ধী। হাঁটতে না পারলেও কথা বলতে পারেন মো. আকবর আলী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে বিক্ষোভ করছিলেন তিনি। বলছিলেন, ‘আমাকে বাঁচান, বাঁচার যে খুব ইচ্ছা! কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে না পারলে তো মারাই যাব।’
চমেক হাসপাতালে চালু থাকা কিডনি ডায়ালাইসিস সেবার ফি ৫১০ টাকা থেকে বাড়িয়ে ৫৩৫ টাকা করা হয়েছে। ফি কমানোর দাবিতে অনেকের সঙ্গে শারীরিক প্রতিবন্ধী মো. আকবর আলীও যোগ দেন। জন্ম থেকে এই শারীরিক প্রতিবন্ধী বেশ কয়েক বছর ধরে কিডনির ডায়ালাইসিস করাচ্ছেন। এত দিন আত্মীয়স্বজনের কাছ থেকে সাহায্য নিয়ে অনেক কষ্টে চিকিৎসার ব্যয় মেটাচ্ছিলেন। এখন চিকিৎসার ব্যয় বাড়ায়, মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে তাঁর।
বাঁচার স্বপ্নও ক্ষীণ হয়ে আসছে তাঁর। কারণ, প্রতি মাসে তাঁর ১২ বার ডায়ালাইসিস দিতে হয়। খরচ পড়ে প্রায় ৬ হাজার। এখন আরও টাকা বাড়ালে চিকিৎসা খরচ চালাতে পারবেন না বলে জানান তিনি।
আকবর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সেই হাটহাজারীর ফতেয়াবাদ থেকে প্রতি সপ্তাহে তিনবার চমেকে আসতে হয়। একবার ডায়ালাইসিস করাতে ৫০০ টাকার বেশি লাগে। ভাইয়ের বাসায় থাকি। আত্মীয়স্বজনের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিৎসার ব্যয় মেটাই। এখন ব্যয় আরও বাড়লে, চিকিৎসা বন্ধ হয়ে যাবে। সরকারের কাছে আবেদন আমাদের বাঁচান।’
আজ রোববার দ্বিতীয় দিনের মতো সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করেন শত শত কিডনি রোগী। তাঁদের দাবি, টাকা না বাড়িয়ে আরও কমানো দরকার। কারণ, এখানে যাঁরা ডায়ালাইসিস করান, তাঁরা সবাই আর্থিকভাবে অসচ্ছল।
সুজন নামে এক কিডনি রোগী বলেন, ‘মাসে ৬ হাজার টাকা শুধু ডায়ালাইসিস পেছনে খরচ করতে হয়। এর বাইরে পরিবার সামলানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে চিকিৎসা খরচ বাড়ালে একসঙ্গে এক পরিবারের মৃত্যু হবে।’
খোঁজ নিয়ে জানা যায়, গত বছর ডায়ালাইসিসের প্রতি সেশনে সরকারি ফি ছিল ৫১০ টাকা এবং বেসরকারিভাবে প্রতি সেশনে ফি ছিল ২ হাজার ৭৯০ টাকা। এ ছাড়া চমেকে সারা বছর মুক্তিযোদ্ধা ও দরিদ্র রোগীরা ৬৫০ সেশন ফ্রিতে সেবা পেয়ে থাকেন। কিন্তু নতুন বছরে ফি বাড়ানোর পরে হয়েছে ৫৩৫ টাকা, আর বেসরকারি ফি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৩০ টাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের সঙ্গে স্যান্ডর কর্তৃপক্ষের চুক্তি অনুযায়ী প্রতিবছর তারা ৫ শতাংশ হারে ফি বাড়াচ্ছে। এ বছরও বেড়েছে। আমরা তো চুক্তির বাইরে যেতে পারছি না। তার ওপর সেশনও নির্ধারিত। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় মেশিন কেনার কথা জানিয়েছে। সেটা বাস্তবায়ন হলে কিডনি রোগীরা কম টাকায় সেবা পাবেন।’
কোস্ট গার্ড জানায়, এফবি জামিলা নামের ট্রলারটি ১৯ জুলাই চট্টগ্রামের ফিসারি ঘাট থেকে সমুদ্রে মাছ শিকারে যায়। একদিন পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাঁরা তীরে যোগাযোগ করতে পারেনি। সমুদ্রে ভাসতে ভাসতে গতকাল তাঁরা নেটওয়ার্ক পেয়ে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন কল করে সহযোগিতা..
৫ মিনিট আগেপুশ ইনের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। এর আগে গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ নারী-পুরুষকে পুশ ইন করে বিএসএফ।
২০ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৬ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৭ ঘণ্টা আগে