Ajker Patrika

ঈদ উপলক্ষে চাঁদপুরের তিন নদীর মোহনায় পর্যটকের ঢল

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৩: ৪৪
ঈদ উপলক্ষে চাঁদপুরের তিন নদীর মোহনায় পর্যটকের ঢল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরে তিন নদীর মোহনায় অবস্থিত বড়স্টেশন মোলহেড এলাকায় ভিড় করছেন পর্যটকেরা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাঁদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ এখানে ঘুরতে আসছেন। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সময় কাটাচ্ছেন আগত দর্শনার্থীরা। 

মূলত চাঁদপুরের মেঘনা, ডাকাতিয়া আর পদ্মার মোহনায় গড়ে উঠেছে শহরের বড় স্টেশন মোলহেড এলাকাটি। 

ঈদের দিন বিকেল থেকে আজ শনিবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোলহেডে হাজার হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরেফিরে সময় কাটাতে দেখা গেছে। কেউ কেউ নিজস্ব ক্যামেরা কিংবা মোবাইল ফোনে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন। আবার কেউ ট্রলারে করে মিনি কক্সবাজার নামে পরিচিত মেঘনার বালুচরে ঘুরতে যাচ্ছেন। 

চাঁদপুরে তিন নদীর মোহনায় ঈদ উপলক্ষে মানুষের উপচে পড়া ভিড়। ছবি: আজকের পত্রিকাঢাকা থেকে স্ত্রী-সন্তান নিয়ে ঘুরতে আসা ফখরুল ইসলাম বলেন, ‘ঈদের দিনটি ঢাকায় কাটিয়েছি। চাঁদপুরের তিন নদীর মোহনা বড়স্টেশন মোলহেডের কথা শুনেছিলাম, তাই ঈদ উপলক্ষে পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। এই জায়গা আসলেই অনেক সুন্দর। আমার স্ত্রী ও ছেলে এখানে এসে অনেক খুশি হয়েছে।’ 

লক্ষ্মীপুর জেলার রায়পুর থেকে আসা মিশকাত আক্তার বলেন, ‘স্বামীকে নিয়ে মোলহেডে ঘুরতে এসেছি। যদিও এখানে মানুষের অনেক ভিড়। কিন্তু তার মধ্যেও এখানে এসে বেশ ভালো লেগেছে। বিশেষ করে এখানে নৌকায় ঘুরে অনেক আনন্দ পেয়েছি আমরা।’ 

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘চাঁদপুর বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঈদ উপলক্ষে তিন নদীর মোহনায় মানুষের সমাগম সবচেয়ে বেশি ঘটে। এসব পর্যটনকেন্দ্রে মানুষের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একজন পর্যটকও যাতে হয়রানি শিকার না হন, বিষয়টি মাথায় রেখে আমাদের পরিকল্পনা সাজানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত