Ajker Patrika

বনে পড়ে ছিল মুখ–বুক থ্যাঁতলানো ব্যক্তির লাশ, হাতির আক্রমণ ধারণা পুলিশের 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
বনে পড়ে ছিল মুখ–বুক থ্যাঁতলানো ব্যক্তির লাশ, হাতির আক্রমণ ধারণা পুলিশের 

কক্সবাজারের চকরিয়ায় উপজেলায় বন থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, নিহতের মুখে ও বুকে হাতির পায়ের ছাপ রয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পের অদূরে সংরক্ষিত বন থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পের পাশে সংরক্ষিত বনের ভেতর একটি মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বনের ভেতর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬০-৬৫। তাঁর মুখ ও বুক থ্যাঁতলানো ছিল। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করার নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত