Ajker Patrika

স্ত্রী খুনের ১৪ বছর পর স্বামী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
স্ত্রী খুনের ১৪ বছর পর স্বামী গ্রেপ্তার 

১৪ বছর পর স্ত্রী খুনের ঘটনায় চট্টগ্রামে অভিযুক্ত স্বামী মো. মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র‍্যাব। গতকাল বৃহস্পতিবার নগরীর ব্রিজঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। 

গ্রেপ্তার মামুনুর রশীদ চট্টগ্রামে আনোয়ারা উপজেলার কৈখাইন গ্রামের আব্দুল শুক্করের ছেলে। 

জানা যায়, ২০০৯ সালে ২৬ মে চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন করে কলি আক্তারকে হত্যার পর লাশ গুমের অভিযোগ উঠে স্বামী মামুনুর রশীদের (৫০) বিরুদ্ধে। 

ওই দিন বরগুনা জেলায় তালতলি থানা এলাকায় বসবাসকারী নিহতের মাকে ফোন করে তাঁর মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ার কথা বলে আসামি। পরে নিহতের পরিবারকে না জানিয়ে কলি আক্তারের দাফন সম্পন্ন করা হয়। 

ঘটনার পরদিন নিহতের পরিবার চট্টগ্রামে আনোয়ারা থানায় মামুনুরসহ আটজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। 

র‍্যাব-৭ এর মুখপাত্র মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ঘটনায় মামলার পর আসামি ১৪ বছর ধরে পলাতক ছিলেন। পরে কোতোয়ালি এলাকায় মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মামুনুর রশীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার হয়।’ 

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, ‘২০০২ সালে চট্টগ্রামে পোশাক কারখানায় কর্মরত থাকাকালে আসামি মামুনুরের সঙ্গে কলির পরিচয় হয়। ২০০৫ সালে ফেব্রুয়ারিতে পরিবারের কাউকে না জানিয়ে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর বিভিন্ন সময় আসামি ও তাঁর পরিবার মেয়েটির কাছে যৌতুক দাবি করে। 

মেয়ের সুখের আশায় মেয়ের পরিবার আড়াই লাখ টাকা খরচ করে আসামি মামুনুরকে বিদেশও পাঠিয়েছিল। কিন্তু সেখানে উচ্ছৃঙ্খল জীবনযাপনের পর টিকতে না পেরে তিনি পুনরায় দেশে ফিরে আসেন। একটি সময় আসামি ডাকাতিসহ বিভিন্ন ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। মেয়েটির পরিবার তাঁকে জামিনে কারাগার থেকে ছাড়িয়ে আনে।’ 

নুরুল আবছার আরও বলেন, ‘কর্মহীন থাকাকালে আসামি যৌতুকের জন্য পুনরায় স্ত্রীকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে শারীরিক নির্যাতনে কলির মৃত্যু হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত