Ajker Patrika

লামার ৭৫ রিসোর্ট বন্ধ ঘোষণা

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৬: ৫৪
ফাইল ছবি
ফাইল ছবি

কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রাণহানীর ঝুঁকি এড়াতে বান্দরবানের লামা উপজেলার ৭৫টি রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন বলেন, উপজেলায় কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢালুতে তৈরি করা বিভিন্ন রিসোর্ট ঝুঁকিতে রয়েছে। এ কারনে প্রাণহানির সম্ভাবনা থাকায় মিরিঞ্জা ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন স্পটের ৭০ থেকে ৭৫টি রিসোর্ট আজ ১০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে বিগত সময়ের মতো ফের রিসোর্টগুলো খুলে দেওয়া হবে।

বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে গত ৭ জুলাই থেকে আজ ১০ জুলাই সকাল ৬টা পর্যন্ত ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী শুক্র-শনিবার দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কম হলেও আগামী রবিবার ১৩ জুলাই থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছর বর্ষা মৌসুমে জেলার নিন্মঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ ও হতাহতের ঘটনা ঘটে। ##

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত