নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক আরা এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. সুমন (৩৫) ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ৮ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।
ট্রাইব্যুনালের পেশকার কফিল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সুমনকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি সুমন আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা মূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, ২০১০ সালে সুমনের সঙ্গে ভুজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের মনি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমন বিভিন্ন সময় স্ত্রীকে নির্যাতন করতেন। মনি আক্তার হালদা ভ্যালি চা-বাগানে কাজ করার সুবাদে নিজের আয় থেকে তাঁর স্বামীকে একটি মোটরসাইকেল কিনে দেন। সেই সঙ্গে ৫০ হাজার টাকাও দেন। এরপর আরও টাকার জন্য সুমন স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন বলে এজাহারে অভিযোগ করা হয়। ২০২১ সালের ৩০ অক্টোবর স্ত্রী ও মামাতো ভাই মো. টিপুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যান সুমন। সেখানে তিনি শ্বশুর মমতাজের কাছে যৌতুক চান।
শ্বশুর টাকা দিতে রাজি না হলে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির পথে রওনা দেন সুমন। পথে কালীকুম্ভ এলাকায় তিনি বাইক থামিয়ে মনিকে রাস্তায় পাশে নিয়ে মুখ বেঁধে মারধর শুরু করেন। মারধরে মনি আক্তারের হাত-পা ভেঙে যায়। ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। সুমন মনির বাঁ চোখে আঘাত করে এবং মোটরসাইকেলের সাইলেন্সারে চেপে ধরে মনির বুক জখম করেন। এরপর মুমূর্ষু অবস্থায় মনি আক্তারকে প্রথমে একজন স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে এবং পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন সুমন।
চিকিৎসাধীন অবস্থায় ২৫ নভেম্বর হাসপাতালে মারা যান মনি আক্তার। মৃত্যুর দুই দিন পর ২০২১ সালের ২৭ নভেম্বর নিহতের ভাই আব্বাস বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন। মামলা তদন্ত চলাকালে দোষ স্বীকার করে জবানবন্দি দেন সুমন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর আসামি সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত।
চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক আরা এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. সুমন (৩৫) ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ৮ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।
ট্রাইব্যুনালের পেশকার কফিল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সুমনকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি সুমন আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা মূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, ২০১০ সালে সুমনের সঙ্গে ভুজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের মনি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমন বিভিন্ন সময় স্ত্রীকে নির্যাতন করতেন। মনি আক্তার হালদা ভ্যালি চা-বাগানে কাজ করার সুবাদে নিজের আয় থেকে তাঁর স্বামীকে একটি মোটরসাইকেল কিনে দেন। সেই সঙ্গে ৫০ হাজার টাকাও দেন। এরপর আরও টাকার জন্য সুমন স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন বলে এজাহারে অভিযোগ করা হয়। ২০২১ সালের ৩০ অক্টোবর স্ত্রী ও মামাতো ভাই মো. টিপুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যান সুমন। সেখানে তিনি শ্বশুর মমতাজের কাছে যৌতুক চান।
শ্বশুর টাকা দিতে রাজি না হলে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির পথে রওনা দেন সুমন। পথে কালীকুম্ভ এলাকায় তিনি বাইক থামিয়ে মনিকে রাস্তায় পাশে নিয়ে মুখ বেঁধে মারধর শুরু করেন। মারধরে মনি আক্তারের হাত-পা ভেঙে যায়। ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। সুমন মনির বাঁ চোখে আঘাত করে এবং মোটরসাইকেলের সাইলেন্সারে চেপে ধরে মনির বুক জখম করেন। এরপর মুমূর্ষু অবস্থায় মনি আক্তারকে প্রথমে একজন স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে এবং পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন সুমন।
চিকিৎসাধীন অবস্থায় ২৫ নভেম্বর হাসপাতালে মারা যান মনি আক্তার। মৃত্যুর দুই দিন পর ২০২১ সালের ২৭ নভেম্বর নিহতের ভাই আব্বাস বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন। মামলা তদন্ত চলাকালে দোষ স্বীকার করে জবানবন্দি দেন সুমন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর আসামি সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে অগ্নিকাণ্ড তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৮ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
১ ঘণ্টা আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
১ ঘণ্টা আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
২ ঘণ্টা আগে