Ajker Patrika

চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইটে গেছেন ৪১৯ যাত্রী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৩ মে ২০২৩, ১৯: ৫৬
চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইটে গেছেন ৪১৯ যাত্রী 

৪১৯ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে মদিনার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।

এ সময় ফ্লাইট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (হাব) চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ হজযাত্রী বহন করা হবে।

গত বছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট গেলেও এবার ১১টি বাড়িয়ে ২২টি করা হয়েছে। এর মধ্যে ৬টি যাবে মদিনায়। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাবে বলেও জানান মো. শাহ আলম।

এই বিষয়ে বাংলাদেশ বিমান চট্টগ্রামের ব্যবস্থাপক সজল বড়ুয়া বলেন, চট্টগ্রাম থেকে চলতি বছরের প্রথম ফ্লাইট মঙ্গলবার ভোরে শাহ আমানত বিমানবন্দর ছেড়ে গেছে সৌদি আরবের উদ্দেশে। ৪১৯ হজযাত্রী রয়েছেন এই ফ্লাইটটিতে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে জানা যায়, চলতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ২১১। তাঁদের মধ্যে অর্ধেক ৬১ হাজার ১১১ জন হাজি বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস কর্তৃপক্ষ পরিবহন করবে। হাজি পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট ১৬২টি ফ্লাইট পরিচালনা করবে। গত বছর চট্টগ্রাম থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫ হাজার। এবার সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি ১০ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।

এদিকে চট্টগ্রামের হজযাত্রীদের উপহার হিসেবে স্ন্যাক্স বক্স (খাবার) দিয়েছে পিএইচপি ফ্যামিলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত