নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৬৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে মোস্তফা গ্রুপের ছয় পরিচালককে পাঁচ মাসের আটকাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের অর্থঋণ আদালত। আজ রোববার আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই পরোয়ানা জারি করেছেন।
চট্টগ্রামের অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। খেলাপি ঋণ আদায়ে বিবাদীদের বাধ্য করার অংশ হিসেবে এই পরোয়ানা জারি করা হয়েছে আদালতের আদেশে উল্লেখ রয়েছে বলেও জানান তিনি।
পরোয়ানা জারি হওয়া মোস্তফা গ্রুপের ছয় পরিচালক হচ্ছেন হেফাজতুর রহমান, জহির উদ্দিন, মোহাম্মদ শফিক উদ্দিন, মোহাম্মদ কফিল উদ্দিন, রফিক উদ্দিন ও কামাল উদ্দিন।
আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, বিবাদীরা ২০১৩ সালে নগরীর লালদীঘি এলাকার রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে ঋণ গ্রহণ করেন। ওই অঙ্কের খেলাপি ঋণের টাকা আদায়ে গত বছরের ২০ অক্টোবর আদালতে জারি মামলা দায়ের করা হয়। এ ছাড়া বিবাদীদের নেওয়া ঋণের বিপরীতে কোনো ধরনের জামানত নেই বলে জানা যায়।
এ বিষয়ে রূপালী ব্যাংকের আইনজীবী মারুফ বিন সবুর আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের জন্য আমরা বিবাদীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আবেদন করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক ছয় পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশের আদেশ দেন।’
৬৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে মোস্তফা গ্রুপের ছয় পরিচালককে পাঁচ মাসের আটকাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের অর্থঋণ আদালত। আজ রোববার আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই পরোয়ানা জারি করেছেন।
চট্টগ্রামের অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। খেলাপি ঋণ আদায়ে বিবাদীদের বাধ্য করার অংশ হিসেবে এই পরোয়ানা জারি করা হয়েছে আদালতের আদেশে উল্লেখ রয়েছে বলেও জানান তিনি।
পরোয়ানা জারি হওয়া মোস্তফা গ্রুপের ছয় পরিচালক হচ্ছেন হেফাজতুর রহমান, জহির উদ্দিন, মোহাম্মদ শফিক উদ্দিন, মোহাম্মদ কফিল উদ্দিন, রফিক উদ্দিন ও কামাল উদ্দিন।
আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, বিবাদীরা ২০১৩ সালে নগরীর লালদীঘি এলাকার রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে ঋণ গ্রহণ করেন। ওই অঙ্কের খেলাপি ঋণের টাকা আদায়ে গত বছরের ২০ অক্টোবর আদালতে জারি মামলা দায়ের করা হয়। এ ছাড়া বিবাদীদের নেওয়া ঋণের বিপরীতে কোনো ধরনের জামানত নেই বলে জানা যায়।
এ বিষয়ে রূপালী ব্যাংকের আইনজীবী মারুফ বিন সবুর আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের জন্য আমরা বিবাদীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আবেদন করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক ছয় পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশের আদেশ দেন।’
রাঙামাটিতে চাকরির দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রুবেল চাকমা (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। তিনি আনসার বাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পোশাক গায়ে দিয়ে ছবি তুলে চাকরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে টাকা...
৩ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
৩৮ মিনিট আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
১ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
১ ঘণ্টা আগে