কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পাসপোর্ট দালালির অভিযোগে নয়জনকে আটক করেছে র্যাব। কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া ও সদর দক্ষিণ থেকে তাঁদের আটক করা হয়। এ সময় বেশ কিছু পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র ও নগদ অর্থ জব্দ করা হয়।
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া এবং সদর দক্ষিণ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে পাসপোর্ট দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়জনকে আটক করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৪টি পাসপোর্ট, নগদ ১ লাখ ৫৭ হাজার ৫০০শ টাকা, ৭২৮টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি বাজার গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. মিজানুর রহমান (৪৯) ; বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের আবদুর রহিম এর ছেলে মো. আলাউদ্দিন (৩৫), সদর উপজেলার ছোবরা গ্রামের ফুলমিয়ার ছেলে জহিরুল হক (৪০), দেবীদ্বার উপজেলার ছোবরা গ্রামের মৃত ইব্রাহিম খলিল এর ছেলে মো. রনি (২৩), সদর উপজেলার শাসনগাছা গ্রামের মৃত আবদুল মতিন এর ছেলে মো. মোশারফ হোসেন শফিক (১৯), ছোবরা গ্রামের মৃত গোলাম মহিউদ্দিন এর ছেলে মো. জামাল মিয়া (৫৫), সদর দক্ষিণ থানার দয়াপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (১৯), সদর দক্ষিণ থানার রাজাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (১৯) ও সদর উপজেলার গুনানন্দি গ্রামের মৃত আলী আজমের ছেলে মো. নাছির (২৬)।
র্যাব জানায়, আটককৃতরা সবাই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য এবং তাঁরা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরি করে দেওয়ার নামে ভুক্তভোগীদের নিকট থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছিল। তাঁদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে তাঁরা।
এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
কুমিল্লায় পাসপোর্ট দালালির অভিযোগে নয়জনকে আটক করেছে র্যাব। কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া ও সদর দক্ষিণ থেকে তাঁদের আটক করা হয়। এ সময় বেশ কিছু পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র ও নগদ অর্থ জব্দ করা হয়।
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া এবং সদর দক্ষিণ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে পাসপোর্ট দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়জনকে আটক করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৪টি পাসপোর্ট, নগদ ১ লাখ ৫৭ হাজার ৫০০শ টাকা, ৭২৮টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি বাজার গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. মিজানুর রহমান (৪৯) ; বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের আবদুর রহিম এর ছেলে মো. আলাউদ্দিন (৩৫), সদর উপজেলার ছোবরা গ্রামের ফুলমিয়ার ছেলে জহিরুল হক (৪০), দেবীদ্বার উপজেলার ছোবরা গ্রামের মৃত ইব্রাহিম খলিল এর ছেলে মো. রনি (২৩), সদর উপজেলার শাসনগাছা গ্রামের মৃত আবদুল মতিন এর ছেলে মো. মোশারফ হোসেন শফিক (১৯), ছোবরা গ্রামের মৃত গোলাম মহিউদ্দিন এর ছেলে মো. জামাল মিয়া (৫৫), সদর দক্ষিণ থানার দয়াপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (১৯), সদর দক্ষিণ থানার রাজাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (১৯) ও সদর উপজেলার গুনানন্দি গ্রামের মৃত আলী আজমের ছেলে মো. নাছির (২৬)।
র্যাব জানায়, আটককৃতরা সবাই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য এবং তাঁরা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরি করে দেওয়ার নামে ভুক্তভোগীদের নিকট থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছিল। তাঁদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে তাঁরা।
এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে