হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
স্কুল থেকে বাড়ি ফেরার সময় কুমিল্লার হোমনায় নদীতে খেয়া নৌকা ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার রামকৃষ্ণপুর তিতাস নদীতে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন–হোমনা উপজেলার কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং উপজেলার চরলহনিয়া গ্রামের আবু মুছার মেয়ে সামিয়া আক্তার (১৪) এবং একই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে সামিয়া আক্তার (১২)। তারা দুজন বান্ধবী।
স্কুলের প্রধান শিক্ষক মো. আনেয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন নদীর খেয়া পাড়ি দিয়ে শতাধিক শিক্ষার্থী স্কুলে আসে। কোনো দিন এমন হয়নি। কিন্তু আজকের এ ঘটনায় স্কুলের শিক্ষক–শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
তাজুল ইসলাম মোল্লা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আজ বিকেলে স্কুল ছুটির পর খেয়া নৌকায় করে ২০ / ২৫ জন শিক্ষার্থী পার্শ্ববর্তী জেলার চরলহনীয়া, কলাকান্দি, নিজ কান্দি গ্রামে যাওয়ার জন্য তিতাস নদীর রামকৃষ্ণপুর কানাই সাহার ঘাট থেকে নৌকায় ওঠে। নৌকাটি মাঝ নদীতে পৌঁছালে বালু ভর্তি একটি জাহাজের ঢেউয়ে ছাত্রীদের বহনকারী নৌকাটি পানিতে ডুবে যায়।
এ সময় অনেক ছাত্রী সাঁতার কেটে নদীর তীরে উঠে, আর কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করলেও দুজন পানিতে নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর অন্য জনকে খোঁজাখুঁজির এক ঘণ্টা পর মৃত উদ্ধার করা হয়
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুছ ছালাম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা তিতাস নদীতে নৌকা ডুবিতে দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
স্কুল থেকে বাড়ি ফেরার সময় কুমিল্লার হোমনায় নদীতে খেয়া নৌকা ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার রামকৃষ্ণপুর তিতাস নদীতে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন–হোমনা উপজেলার কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং উপজেলার চরলহনিয়া গ্রামের আবু মুছার মেয়ে সামিয়া আক্তার (১৪) এবং একই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে সামিয়া আক্তার (১২)। তারা দুজন বান্ধবী।
স্কুলের প্রধান শিক্ষক মো. আনেয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন নদীর খেয়া পাড়ি দিয়ে শতাধিক শিক্ষার্থী স্কুলে আসে। কোনো দিন এমন হয়নি। কিন্তু আজকের এ ঘটনায় স্কুলের শিক্ষক–শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
তাজুল ইসলাম মোল্লা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আজ বিকেলে স্কুল ছুটির পর খেয়া নৌকায় করে ২০ / ২৫ জন শিক্ষার্থী পার্শ্ববর্তী জেলার চরলহনীয়া, কলাকান্দি, নিজ কান্দি গ্রামে যাওয়ার জন্য তিতাস নদীর রামকৃষ্ণপুর কানাই সাহার ঘাট থেকে নৌকায় ওঠে। নৌকাটি মাঝ নদীতে পৌঁছালে বালু ভর্তি একটি জাহাজের ঢেউয়ে ছাত্রীদের বহনকারী নৌকাটি পানিতে ডুবে যায়।
এ সময় অনেক ছাত্রী সাঁতার কেটে নদীর তীরে উঠে, আর কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করলেও দুজন পানিতে নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর অন্য জনকে খোঁজাখুঁজির এক ঘণ্টা পর মৃত উদ্ধার করা হয়
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুছ ছালাম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা তিতাস নদীতে নৌকা ডুবিতে দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তালসার গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়া একটি রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গ্রামবাসী। আজ মঙ্গলবার দুপুরে এমন কাজ করেন তাঁরা। গ্রামবাসীর দাবি, রাস্তাটি সংস্কার চেয়ে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো ফলাফল মেলেনি।
৪ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে বাড়ি দখলে নিতে গিয়ে মহানগর যুবলীগের নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেল গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে গাজীপুর ও ঢাকার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় একাধিক মামলা রয়েছে। রুবেলকে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।
৬ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়ায় যাত্রীবাহী বাস ও কাঁঠালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া (৪১) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে।
৬ মিনিট আগেটাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের সময় মৃদুল হাসান নামের এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে নকল সরবরাহের সময় তাঁকে আটক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।
৯ মিনিট আগে