Ajker Patrika

হাজীগঞ্জে চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার

চাঁদপুর ও হাজীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৬: ৫৬
হাজীগঞ্জে চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার

চাঁদপুরের হাজীগঞ্জে জমিতে বালু ভরাট করা নিয়ে বাগ্‌বিতণ্ডার সময় ভাতিজা সালামতকে (৩৪) ঘুষি মেরে হত্যার অভিযোগ ওঠা কাউছার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শনিবার বেলা একটার দিকে তাঁকে আটক করা হয়। এর আগে আজ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে ইউনিয়নের তারাপাল্লা গ্রামের আমান উদ্দিন প্রধানিয়া বাড়ির মসজিদের সামনে এ ঘটনা ঘটে। দুজনই ওই গ্রামের প্রধানিয়া বাড়ির বাসিন্দা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সালামত চাঁদপুর জেলা জজ আদালতের আইনজীবী পবিত্র লাল সরকারের সহকারী হিসেবে কাজ করতেন। 

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘আজ সকালে সালামত ঘর উঠানোর জন্য বাড়ির সামনের ভিটাতে বালু ভরাটের কাজ শুরু করেন। এ সময় বাড়ির সম্পর্কে চাচা কাউছার এসে তাঁকে জিজ্ঞাসা করেন, কেন বালু ভরাট করা হচ্ছে। এরপর এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডার শুরু হয়। একপর্যায়ে কাউছার ঘুষি মারেন সালামতের পেটে। এতে ঘটনাস্থলেই সালামত লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ নিয়ে সালামতের বাবা রবিউল আলম বলেন, ‘সকালে ছেলে বালু ভরাটের জন্য বাড়ির সামনে অবস্থান করে। কাউছার আমার চাচাতো ভাই। তাদের সঙ্গে আমাদের সম্পত্তির বণ্টন হয়নি। অন্য জায়গা নিয়ে তাদের সঙ্গে উচ্ছেদ মামলা আছে। তবে বালু ভরাটের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কাউছার আমাদের সঙ্গে কোনো কথা না বলে ছেলেকে এমন ভাবে মেরেছে যে আর সে বেঁচে থাকতে পারল না। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।’ 

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুছ বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশের একটি দল আসামিকে আটক করার জন্য এলাকায় গিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁকে আটকের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত