Ajker Patrika

উখিয়া রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত 

কক্সবাজার প্রতিনিধি
উখিয়া রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত 

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও সন্ত্রাসীদের গুলি বর্ষণের খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরের এ-১১ ব্লকে এ ঘটনা ঘটে। 

তবে কে বা কারা কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

নিহত রোহিঙ্গা যুবক কবির আহমদ (৩৫) উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-ব্লকের আবুল হোসেনের ছেলে। আহত মোহাম্মদ রফিক (৩০) উখিয়ার লম্বাশিয়া ২-ইস্ট সি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে।

এর আগে গত ২১ মার্চ (মঙ্গলবার) উখিয়া বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে ১৩ নম্বর ক্যাম্প এলাকায় ঢুকে ১৫-১৬ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে এক রোহিঙ্গা যুবক মারা যান। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ। 

স্থানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে এডিআইজি ছৈয়দ হারুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী কবির আহমদকে হাত পিছ মোড়া বেঁধে কয়েকটি গুলি ছুড়ে। এ সময় কবির আহমদের সঙ্গে থাকা বন্ধু মোহাম্মদ রফিকও গুলিবিদ্ধ হন। 

গোলাগুলির খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই রোহিঙ্গাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কবির আহমদকে মৃত ঘোষণা করেন।’ 

এপিবিএনের অধিনায়ক আরও বলেন, ‘রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত