Ajker Patrika

কলেজে নেই পানি নিষ্কাশন ব্যবস্থা, সামান্য বৃষ্টিতে দুর্ভোগে শিক্ষার্থীরা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কলেজে নেই পানি নিষ্কাশন ব্যবস্থা, সামান্য বৃষ্টিতে দুর্ভোগে শিক্ষার্থীরা

কুমিল্লার হোমনা সরকারি কলেজে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এতে সামান্য বৃষ্টিপাতেই হাঁটুপানি জমে যাচ্ছে মাঠসহ কলেজ প্রাঙ্গণে। যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদেরকে। বৃষ্টিপাতের দিনে শিক্ষার্থী উপস্থিতি কমে যায়।

আজ বৃহস্পতিবার সরেজমিনে জানা গেছে, সড়ক থেকে কলেজ মাঠ নিচু হওয়ায় ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাঁটু সমান বৃষ্টির পানি জমে থাকে। ছেলেরা প্যান্ট ওপরে গুটিয়ে পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারলেও মেয়েদের পরনের পোশাক ভিজে যাচ্ছে।

সামিয়া নামের একাদশ শ্রেণির একজন শিক্ষার্থী বলেন, আজ কলেজে এসে বিপদে পড়েছি, কলেজের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে আমার সালোয়ার ভিজে গেছে। এই অবস্থায় ক্লাসে বসে থাকা যায় না। তাই কষ্ট করে এসেও বাড়ি ফিরে যাচ্ছি।

বৃষ্টি হলেই কলেজ প্রাঙ্গণে পানি জমে যায়। সেই পানি মাড়িয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত করতে হয় বলে জানান কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ফকির মো. ছাদেক। তিনি বলেন, বৃষ্টির দিন কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। কলেজে প্রায় দুই হাজারের মতো শিক্ষার্থী থাকলেও আজকের বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতার কারণে মাত্র ৫০-৬০ জন শিক্ষার্থী কলেজে এসেছে। কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, কলেজ জাতীয়করণ হওয়ায় ও নিজেদের অর্থ না থাকায় কিছুই করতে পারছি না। কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে পৌরসভাকে লিখিতভাবে জানিয়েছি। দ্রুত এই সমস্যার সমাধান চাই।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছির বলেন, কলেজ মাঠে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত