চাঁদপুর প্রতিনিধি
ভাগ্যের কী লিখন! গর্ভধারিণী মায়ের নিথর দেহ পড়ে আছে নানার বাড়িতে। অন্যদিকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ছেলে শফিকুল ইসলাম অনিক পরীক্ষার হলে। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে জানতে পারেন তার মা আর নেই।
আজ শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এ ঘটনা ঘটেছে। অনিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোল্লা বাড়ির কামাল হোসেনের ছেলে।
স্থানীয় ও স্বজনেরা জানান, শনিবার পদার্থ বিজ্ঞান পরীক্ষা। প্রতিদিনের মতো এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হাসিমুখে পরীক্ষা দিতে যায় অনিক। পরীক্ষার হলে যাওয়ার পর শনিবার সকালে তার মা অসুস্থজনিত কারণে মারা যান। দীর্ঘদিন থেকে তিনি মরণবিধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। রমজান মাসের আগে চিকিৎসার জন্য বাবার বাড়ি যান অনিকের মা।
এদিকে মায়ের মৃত্যুর খবর জানত না অনিক। তাকে নানার বাড়িতে নিতে পরীক্ষা শেষে চাচাতো ভাই রুহুল কুদ্দুস দুলাল ও খালেকুজ্জামান শামীম হলের সামনে যান। পরীক্ষা শেষে তাকে নিয়ে রওনা দেন তারা। তখনো অনিক জানা তো না নানার বাড়িতে গিয়ে মা বলে ডাকার মধুর নাম চিরতরে হারিয়ে গেছে তার।
অনিকের চাচাতো ভাই খালেকুজ্জামান শামীম জানান, অনিক জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে।
বিকেলে জানাজার নামাজ শেষে অনিকের নানার বাড়িতেই দাফন করা হবে।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।
ভাগ্যের কী লিখন! গর্ভধারিণী মায়ের নিথর দেহ পড়ে আছে নানার বাড়িতে। অন্যদিকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ছেলে শফিকুল ইসলাম অনিক পরীক্ষার হলে। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে জানতে পারেন তার মা আর নেই।
আজ শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এ ঘটনা ঘটেছে। অনিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোল্লা বাড়ির কামাল হোসেনের ছেলে।
স্থানীয় ও স্বজনেরা জানান, শনিবার পদার্থ বিজ্ঞান পরীক্ষা। প্রতিদিনের মতো এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হাসিমুখে পরীক্ষা দিতে যায় অনিক। পরীক্ষার হলে যাওয়ার পর শনিবার সকালে তার মা অসুস্থজনিত কারণে মারা যান। দীর্ঘদিন থেকে তিনি মরণবিধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। রমজান মাসের আগে চিকিৎসার জন্য বাবার বাড়ি যান অনিকের মা।
এদিকে মায়ের মৃত্যুর খবর জানত না অনিক। তাকে নানার বাড়িতে নিতে পরীক্ষা শেষে চাচাতো ভাই রুহুল কুদ্দুস দুলাল ও খালেকুজ্জামান শামীম হলের সামনে যান। পরীক্ষা শেষে তাকে নিয়ে রওনা দেন তারা। তখনো অনিক জানা তো না নানার বাড়িতে গিয়ে মা বলে ডাকার মধুর নাম চিরতরে হারিয়ে গেছে তার।
অনিকের চাচাতো ভাই খালেকুজ্জামান শামীম জানান, অনিক জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে।
বিকেলে জানাজার নামাজ শেষে অনিকের নানার বাড়িতেই দাফন করা হবে।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।
সৈয়দপুরে শিক্ষার্থী ইয়াসিন (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
৬ মিনিট আগেসাত মাস আগে পারিবারিকভাবে এক সৌদিপ্রবাসীর সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে ভিডিও কলে বিয়ে হয়েছিল ২০ বছরের এক তরুণীর। সম্প্রতি দেশে ফিরেছেন সেই বর। তরুণীর পরিবার অভিযোগ করেছে, দেশে ফিরে বউ পছন্দ হয়নি বলে বেঁকে বসেন বর। পরে ঘরে তোলার শর্তে বর তাদের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেছেন। তরুণীর পরিবারের আরও
৩০ মিনিট আগেরাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে একটি বসতবাড়ি থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচটি একনলা বন্দুক, ১০টি বুলেট সিসা কার্তুজ, তিন রাউন্ড গুলি, পিস্তলের ম্যাগাজিন ও ১৮টি অবিস্ফোরিত ককটেল রয়েছে।
১ ঘণ্টা আগে