রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মাজহারুল ইসলাম তানিম (২০) নামের এক মোটরসাইকেলচালক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঈদ-পরবর্তী বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে ফেরার পথে পৌরসভার ভূঁইয়া রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী বন্ধু আহত হয়েছেন।
নিহত তানিম পৌর শহরের মাইক ব্যবসায়ী (বুলেট মাইক সার্ভিস) মিজানুর রহমানের একমাত্র ছেলে। লেংড়াবাজার এলাকায় মা-বাবার সঙ্গে থাকতেন তিনি। স্থানীয় রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তানিম। এ ঘটনায় আহত তাঁর বন্ধুর নাম তানজিন হোসেন।
জানা গেছে, রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আহত অবস্থায় উদ্ধার করে তানিমকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তানিমের বাবা মিজানুর রহমান বলেন, ‘গতকাল রোববার সন্ধ্যায় তানিম তার বন্ধু তানজিনকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে মেঘনা নদীর তীর মাস্টার ঘাটে যায়। রাত দেড়টার দিকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় সে।’
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ইমরান হোসেন মঞ্জু বলেন, ‘মুমূর্ষু অবস্থায় তানিমকে আনা হলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়ে দিই।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মাজহারুল ইসলাম তানিম (২০) নামের এক মোটরসাইকেলচালক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঈদ-পরবর্তী বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে ফেরার পথে পৌরসভার ভূঁইয়া রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী বন্ধু আহত হয়েছেন।
নিহত তানিম পৌর শহরের মাইক ব্যবসায়ী (বুলেট মাইক সার্ভিস) মিজানুর রহমানের একমাত্র ছেলে। লেংড়াবাজার এলাকায় মা-বাবার সঙ্গে থাকতেন তিনি। স্থানীয় রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তানিম। এ ঘটনায় আহত তাঁর বন্ধুর নাম তানজিন হোসেন।
জানা গেছে, রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আহত অবস্থায় উদ্ধার করে তানিমকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তানিমের বাবা মিজানুর রহমান বলেন, ‘গতকাল রোববার সন্ধ্যায় তানিম তার বন্ধু তানজিনকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে মেঘনা নদীর তীর মাস্টার ঘাটে যায়। রাত দেড়টার দিকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় সে।’
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ইমরান হোসেন মঞ্জু বলেন, ‘মুমূর্ষু অবস্থায় তানিমকে আনা হলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়ে দিই।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। ‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা: জননিরাপত্তা ও উন্নয়ন নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায় ও করণীয়’ বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এ বিষয়ে একটি প্রতিবেদন
৩ মিনিট আগেঢাকা-বরিশাল আকাশপথে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ বিমান। উড়োজাহাজস্বল্পতার দোহাই দিয়ে শুক্রবার থেকে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় বরিশালসহ পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে আকাশপথের দ্রুত যোগাযোগব্যবস্থা ব্যাহত হলো। বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে রহস্যজনক ভূমিকা পালন করছে।
১৩ মিনিট আগেরাজধানীর শ্যামপুরে নিষিদ্ধঘোষিত আ.লীগ ও তার সহযোগী সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে শ্যামপুর থানার রাত্রিকালীন টহল ও স্পেশাল ডিউটি টিম এই অভিযান চালায়।
২১ মিনিট আগেময়মনসিংহের ভালুকা উপজেলায় আকরাম হোসেন (৩৬) নামের এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মামারিশপুর গ্রামে একটি সবজিখেতে লাশটি পাওয়া যায়।
২৩ মিনিট আগে