Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় ৩৩ লাখ টাকার ভারতীয় চোরাই বাজি জব্দ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৪, ১০: ২০
ব্রাহ্মণপাড়ায় ৩৩ লাখ টাকার ভারতীয় চোরাই বাজি জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে অভিযান চালিয়ে ৩৩ লাখ ৮ হাজার ৫০০ টাকার ভারতীয় বিভিন্ন চোরাই বাজি জব্দ করেছে মাদক ও চোরাচালানবিরোধী টাস্কফোর্স। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কোবরা বাজি ৮৪ হাজার, কালার কালেকশন বাজি ২ হাজার ৫৫টি, রয়্যাল বাজি ২০৪টি, ফাইভ স্টার বাজি ১ হাজার জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৮ হাজার ৫০০ টাকা।

অভিযানের খবর পেয়ে মালামাল রেখে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের সময় স্থানীয় ক্যাম্পের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা আজকের পত্রিকাকে বলেন, এটি নিয়মিত অভিযানের অংশ। নির্মূল না হওয়া পর্যন্ত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত