Ajker Patrika

খুনসহ ৩৬ মামলায় ২৬ বছর হাজতবাসের পর শিবির ক্যাডার জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
খুনসহ ৩৬ মামলায় ২৬ বছর হাজতবাসের পর শিবির ক্যাডার জামিনে মুক্ত

২৬ বছরের বেশি সময় পর চট্টগ্রামে ডাবল, ট্রিপল খুনসহ ৩৬ মামলায় কারাগারে বন্দী থাকা শিবিরের দুর্ধর্ষ ক্যাডার নাছির উদ্দিন অবশেষে জামিনে বেরিয়ে এসেছেন। আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। 

নাছিরের আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নাছিরের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সব কটি মামলায় তিনি জামিন পেয়েছেন। আজ (রোববার) সন্ধ্যায় তিনি জামিনে মুক্ত হয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘এত দিন ক্রসফায়ারের ভয়ে কারাগার থেকে বেরিয়ে আসার আগ্রহ দেখায়নি নাছির ও তাঁর পরিবারের লোকজন। কিন্তু দেশে এখন ক্রসফায়ার নেই। আর উনিও এখন স্বেচ্ছায় বাইরে বেরিয়ে আসার আগ্রহ দেখিয়েছেন। তিনি আর কারাগারে আর থাকতে চান না। একটু আলো-বাতাস নিতে চাইছেন।’ 

সূত্রে জানা যায়, শিবির ক্যাডার নাছিরের বিরুদ্ধে ডাবল, ট্রিপল মার্ডারসহ ৩৬টি মামলা ছিল। এর মধ্যে ৩১ মামলায় খালাস পেয়েছেন তিনি। দুটির মামলার সাজার মেয়াদ ভোগ করে ফেলেছেন। বাকি তিন মামলায় জামিন পেয়ে মুক্ত হন। এর মধ্যে সবশেষ ৮ আগস্ট একটি মামলায় জামিন হয়। 

আগেই দুটি মামলার জামিন হয়েছিল। এর আগে একাধিক মামলায় জামিন পেলেও কারাগার থেকে রহস্যজনক কারণে বেরিয়ে আসেননি আলোচিত এই শিবির ক্যাডার। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিস্থিতি অনুকূলে থাকায় নাছির কারাগার থেকে বেরিয়ে আসেন। 

তবে ২০২২ সালে নাছিরের একটি মামলার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বলেছিলেন, ‘ওনার বয়স অনেক হয়েছে। কারাগারে অসুস্থ অনুভব করছেন। এক কানে ভালো করে শুনছেন না। মামলাগুলো দুই যুগের বেশি সময় ধরে চলছে। কোনো সাক্ষীও আসছে না। মানবিক দিক বিবেচনায় নাছিরের জামিন আবেদন করা হয়েছিল।’ 

১৯৯৮ সালে ৬ এপ্রিল নাছির পুলিশের হাতে গ্রেপ্তার হন। সেই থেকে তাঁকে চট্টগ্রামসহ বিভিন্ন কারাগারে রাখা হয়। নাছিরের বিরুদ্ধে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি, হাটহাজারী ট্রিপল মার্ডার, চট্টগ্রাম পলিটেকনিকে জমির উদ্দিন হত্যা মামলাসহ বেশির ভাগ মামলায় তাঁর বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি। বর্তমানে বিচারাধীন রয়েছে ফটিকছড়ি ও ভুজপুর থানার তিনটি হত্যা মামলা। এর একটি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ও বাকি দুটি যুগ্ম জেলা জজ আদালতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত