Ajker Patrika

রাঙামাটিতে পাচার মামলায় গ্রেপ্তার ৩ জনের জামিন

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে পাচার মামলায় গ্রেপ্তার ৩ জনের জামিন

রাঙামাটিতে মানব পাচার মামলায় গ্রেপ্তার তিন আসামিকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাঙামাটির দায়রা জজ আদালতের বিচারক মো. সহিদুল ইসলাম এ আদেশ দেন। 

জামিনপ্রাপ্তরা হলেন–মামিয়া চাকমা, সজীব চাকমা ও জ্যাসি চাকমা। আদালতে আসামি পক্ষে আইনজীবী ছিলেন বিপ্লব চাকমা ও বাদী পক্ষের আইনজীবী রাজীব চাকমা। 

গত ৩ জুলাই রাজধানীর উত্তরার পৃথক স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ১৯ জুন রাঙামাটির বাঘাইছড়িতে এক কলেজছাত্রীকে (১৭) পাচারের উদ্দেশ্যে অপহরণের পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরে ২৬ জুন ঢাকা থেকে কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। 

পরদিন ২৭ জুন বাঘাইছড়ি থানায় মানব পাচার আইনে একটি মামলা করেন ভুক্তভোগী। পরে বাঘাইছড়ি থানার পুলিশ কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে

জানা যায়, গত কয়েক বছর ধরে পার্বত্য চট্টগ্রাম থেকে আদিবাসী নারীদের প্রলোভন দেখিয়ে চীনে পাচার করে আসছে একাধিক দেশি–বিদেশি চক্র। ক্ষমতাসীন দলের এমপি–মন্ত্রী ও পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তাদের আশ্রয়–প্রশ্রয়ে এ পাচার মারাত্মকভাবে বেড়ে যায়। নারী পাচার বন্ধের দাবিতে ঢাকা–চট্টগ্রামে একাধিকবার মানববন্ধন করে আদিবাসীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত