কুমিল্লা প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নাসরিন জাহান এ আদেশ দেন।
আজ বৃহস্পতিবার অবন্তিকা আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন করেন তাঁর আইনজীবীরা।
আইনজীবীরা জানান, দুপুর ১২টার দিকে দ্বীন ইসলামের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে আদালত তা না মঞ্জুর করেন। তারা উচ্চ আদালতে জামিন আবেদন করবেন।
রাষ্ট্রপক্ষের পিপি জহিরুল ইসলাম সেলিম বলেন, ‘জামিন নামঞ্জুর করে আদালত একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, যেন এমন অপরাধ যেন আর কেউ না করেন।’
এদিকে একই মামলায় ২০ মার্চ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। ওই দিনই অবন্তিকার আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি অবন্তিকার সহপাঠী আম্মাদ সিদ্দিকীকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
১৫ মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামের এক সহপাঠীকে দায়ী করে গলায় ফাঁস দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত শনিবার (১৬ মার্চ) রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করে মামলা করেন অবন্তিকার মা তাহমিনা শবনম।
এই সম্পর্কিত আরও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নাসরিন জাহান এ আদেশ দেন।
আজ বৃহস্পতিবার অবন্তিকা আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন করেন তাঁর আইনজীবীরা।
আইনজীবীরা জানান, দুপুর ১২টার দিকে দ্বীন ইসলামের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে আদালত তা না মঞ্জুর করেন। তারা উচ্চ আদালতে জামিন আবেদন করবেন।
রাষ্ট্রপক্ষের পিপি জহিরুল ইসলাম সেলিম বলেন, ‘জামিন নামঞ্জুর করে আদালত একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, যেন এমন অপরাধ যেন আর কেউ না করেন।’
এদিকে একই মামলায় ২০ মার্চ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। ওই দিনই অবন্তিকার আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি অবন্তিকার সহপাঠী আম্মাদ সিদ্দিকীকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
১৫ মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামের এক সহপাঠীকে দায়ী করে গলায় ফাঁস দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত শনিবার (১৬ মার্চ) রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করে মামলা করেন অবন্তিকার মা তাহমিনা শবনম।
এই সম্পর্কিত আরও পড়ুন:
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের করা মামলায় আট দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরে এই ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগেনেত্রকোনার বারহাট্টায় প্রেমে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. রিদয় খাঁনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
২ মিনিট আগেমৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা পাঁচজনকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার (২৫ জুলাই) ভোরে উপজেলার লাতু বিওপির সীমান্তবর্তী এলাকার কুমারশাইল থেকে তাঁদের আটক করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদেরকে বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানায় বিজিবি।
৬ মিনিট আগেপুলিশ ও এলাকাবাসী জানান, বিকেলে এক চালক খাগুটিয়া বাজারে একটি দোকানের সামনে অটোরিকশা রেখে ভেতরে পানি খেতে যান। এ সুযোগে চোরেরা অটোরিকশা চুরি করে পালানোর চেষ্টা করে। চালক ফিরে এসে অটোরিকশা না দেখে বিভিন্নজনকে ফোনে জানালে স্থানীয় লোকজন সতর্ক হয়।
২৪ মিনিট আগে