Ajker Patrika

ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন রিফাত ও কায়সার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে
আপডেট : ১৫ জুন ২০২২, ১১: ৪৮
ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন রিফাত ও কায়সার

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। আজ বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই তাঁরা ভোট দেন। 

তাঁরা উভয়েই নগরীর রানীরদীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। 

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ চমৎকার। ফলাফল যা-ই হোক, আমি মেনে নেব। আমি জয়ী না হলেও যিনি জয়ী হবেন তাঁকে আমি সবার আগে ফুলের মালা দেব।’ 

কুসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন নিজামউদ্দিন কায়সারপ্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রিফাত বলেন, ‘তাঁরা তো শুরু থেকেই নালিশ করছেন। তাঁদের পোলিং এজেন্টরা সসম্মানে কাজ করছেন।’ 

আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনকে অসম্মান করতে চাই না। প্রয়োজনে আমি জবাই হব।’ 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

ধীরগতিতে ভোটগ্রহণ হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে রিফাত বলেন, ‘নির্বাচন কমিশনের কেউ থাকলে তাঁদের জিজ্ঞেস করুন।’ 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত