Ajker Patrika

থানচিতে বাড়ছে নিষিদ্ধ পপি চাষ, ৩০ একর পপিখেত পুড়িয়ে দিল বিজিবি

থানচি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৫৯
থানচিতে বাড়ছে নিষিদ্ধ পপি চাষ, ৩০ একর পপিখেত পুড়িয়ে দিল বিজিবি

বান্দরবানের থানচি উপজেলায় গহিন অরণ্যে বাড়ছে নিষিদ্ধ পপির চাষ। একশ্রেণির প্রভাবশালী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই পপির চাষ করছেন। তবে এবার সন্ধান পেয়ে ৩০ একর পাহাড়ি জমির পপিখেত পুড়ে দিয়েছে বিজিবি।

গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে উপজেলার তিন্দু ইউনিয়নে পপি চাষের সন্ধান পায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার বিকেলে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে একটি দল তিন্দু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কাইকা খুমিপাড়া এলাকায় অভিযানে যায়। বিজিবি টহল টের পেয়ে পপিচাষিরা পালিয়ে যান।

একশ্রেণির প্রভাবশালী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পপি চাষ করছেনএরপর স্থানীয়দের উপস্থিতিতে ৩০ একর পপিখেত পুড়িয়ে নষ্ট করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১১ কোটি ২৫ লাখ টাকা। ওই এলাকায় আরও পপিখেত আছে কি না, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

৩০ একর পপিখেত পুড়িয়ে নষ্ট করে বিজিবি। ছবি: আজকের পত্রিকাঅভিযান শেষে বলিপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ি-বাঙালি সীমান্ত অপরাধ দমনে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরভাবে পেশাদারির সঙ্গে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

এনআইডি প্রকল্পে দুর্নীতি: কে এই রহস্যময় ‘মিস্টার জি’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত