Ajker Patrika

ভবনের কার্নিশে আটকে পড়া বিড়াল উদ্ধার করল ফায়ার সার্ভিস

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৩, ১০: ৪৯
Thumbnail image

নোয়াখালী পৌর এলাকার চারতলা একটি ভবনের তৃতীয় তলার কার্নিশে আটকে পড়া একটি বিড়াল উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পরে বিড়ালটি তার মালিকের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার রাতে পৌরসভার পশ্চিম রাজারামপুর কাজী কলোনির খান ভিলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দিনের কোনো এক সময় খান ভিলার তৃতীয় তলার কার্নিশের ওপর আটকা পড়ে পোষা বিড়ালটি। দিনভর উদ্ধারের নানা চেষ্টা করে ব্যর্থ হন বিড়ালটির মালিক ওই বাসার ইয়াহিয়া খানের মেয়ে নাফিজা তাহসিন নেহা। রাত পৌনে ৯টায় বিড়ালটি উদ্ধারে ফায়ার সার্ভিসকে কল করেন তিনি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে বিড়ালটি উদ্ধার করে।

শখের বিড়ালটি ফিরে পাওয়ার পর নাফিজা তাহসিন নেহা বলেন, ‘দিনভর বিড়ালটি উদ্ধারের অনেক চেষ্টা করেছি আমরা। কিন্তু না পেরে আমাদের ঘরের সবার মন খারাপ হয়ে যায়। রাতে ফায়ার সার্ভিসের বিষয়টি মাথায় এলে ওনাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তাঁরা বাসায় এসে আন্তরিকতার সঙ্গে আমার বিড়ালটি উদ্ধার করে দিয়েছেন।’

ফায়ার সার্ভিস নোয়াখালীর স্টেশন লিডার মো. নুর আলম বলেন,  ‘দুর্যোগে-দুর্বিপাকে সব সময় আমরা কাজ করে যাচ্ছি। মানুষসহ যেকোনো প্রাণ রক্ষা করাই আমাদের নীতি। আমরা আমাদের নীতিতে সব সময় অবিচল থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত