Ajker Patrika

লাশ পচে ছড়াল দুর্গন্ধ, স্কচটেপে প্যাঁচানো যুবলীগ নেতার লাশ মিলল মেঝেতে

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৫২
Thumbnail image

চাঁদপুরের কচুয়ায় নিজ বাড়ি থেকে এক যুবলীগ নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার বিতারা ইউনিয়নের চাংপুর গ্রামের মজিদ মুক্তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত আহসান উল্লাহ (৩৫) মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। তাঁরা চার ভাই, এক বোন। এর মধ্যে তিন ভাই বিদেশে রয়েছেন। আর বোনের বিয়ে হয়েছে। আরেক ভাই একই এলাকায় অন্য বাড়িতে থাকেন। তিনি লাশের সঙ্গে হাসপাতালে আছেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় আহসান উল্লাহর। এর পর থেকে তিনি ওই বাড়িতে একাই থাকতেন। 
 
পাশের বাড়িতে থাকা নিহতের চাচাতো ভাই মাসুদ ভূঁইয়া জানান, আহসানের সঙ্গে সবশেষ ২ সেপ্টেম্বর তাঁর মোবাইল ফোনে কথা হয়। তাঁর ঘর থেকে পচা গন্ধ পেয়ে বাড়ির লোকজন দরজা ধাক্কা দিলে দেখতে পায় একটি মানুষের মুখমণ্ডল কাপড় দিয়ে বাঁধা এবং শরীরে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশটি আহসানের বলে শনাক্ত করা হয়। পরে পুলিশ লাশটিকে থানায় নিয়ে আসে। 
 
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত