ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. মালু মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সালদানদী রেলস্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিকেলে এই তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ।
গ্রেপ্তাররা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার এমরান হোসেন (৩০) ও একই উপজেলার শশীদল ইউনিয়নের কালামকান্দি দেউষ এলাকার মো. রাব্বি (২০)।
এর আগে গতকাল দুপুরে মো. মালু মিয়াকে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা টানাব্রিজ এলাকা থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হয়। অপহৃত মালু মিয়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত শাহ আলমের ছেলে।
ভুক্তভোগীর পরিবারের লোকজন জানান, মালু মিয়াকে অপহরণের পর তাঁর স্ত্রীর কাছে মোবাইল ফোনে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে মালু মিয়ার স্ত্রী আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর আত্মীয়-স্বজন থানায় জানান এবং মুক্তিপণের টাকা দিতে রাজি হন।
অপহরণকারীদের পাঠানো বিকাশ এজেন্টের নম্বরে মুক্তিপণের টাকা নিতে এলে পরিকল্পনা অনুযায়ী পুলিশ অপহরণকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় অপহৃত মালু মিয়াকে উদ্ধার করে থানা-পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া এমরান হোসেন ও মো. রাব্বি ছাড়াও এই অপহরণের সঙ্গে ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকার মো. পারভেজ (২৪), গঙ্গানগর এলাকার আবুল হোসেন (৪৫) এবং টাঙ্গাইলের মির্জাপুর থানার কোদালিয়া এলাকার মো. মারুফ হোসেন (২০) জড়িত ছিল।
ওসি এস এম আতিক উল্লাহ বলেন, ‘গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. মালু মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সালদানদী রেলস্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিকেলে এই তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ।
গ্রেপ্তাররা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার এমরান হোসেন (৩০) ও একই উপজেলার শশীদল ইউনিয়নের কালামকান্দি দেউষ এলাকার মো. রাব্বি (২০)।
এর আগে গতকাল দুপুরে মো. মালু মিয়াকে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা টানাব্রিজ এলাকা থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হয়। অপহৃত মালু মিয়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত শাহ আলমের ছেলে।
ভুক্তভোগীর পরিবারের লোকজন জানান, মালু মিয়াকে অপহরণের পর তাঁর স্ত্রীর কাছে মোবাইল ফোনে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে মালু মিয়ার স্ত্রী আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর আত্মীয়-স্বজন থানায় জানান এবং মুক্তিপণের টাকা দিতে রাজি হন।
অপহরণকারীদের পাঠানো বিকাশ এজেন্টের নম্বরে মুক্তিপণের টাকা নিতে এলে পরিকল্পনা অনুযায়ী পুলিশ অপহরণকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় অপহৃত মালু মিয়াকে উদ্ধার করে থানা-পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া এমরান হোসেন ও মো. রাব্বি ছাড়াও এই অপহরণের সঙ্গে ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকার মো. পারভেজ (২৪), গঙ্গানগর এলাকার আবুল হোসেন (৪৫) এবং টাঙ্গাইলের মির্জাপুর থানার কোদালিয়া এলাকার মো. মারুফ হোসেন (২০) জড়িত ছিল।
ওসি এস এম আতিক উল্লাহ বলেন, ‘গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দা ও পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম এলাকাবাসীর পক্ষে পৌর প্রশাসক বরাবর সড়কটি সংস্কারের জন্য লিখিত আবেদন করেছেন।
২ মিনিট আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগান থেকে হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কাকিয়াছড়া চা-বাগানের ১ নম্বর সেকশনে গাছের সঙ্গে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়।
৬ মিনিট আগেরাজধানীর ডেমরা-আমুলিয়া এলাকায় রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক (২৬) বছর। গতকাল রোববার দুপুরে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
৯ মিনিট আগেদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আজ সোমবার ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের কনফারেন্স রুমে এই বিষয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৪ মিনিট আগে