Ajker Patrika

বিজয়নগর থেকে সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০: ৫৬
Thumbnail image

বিজয়নগর-ব্রাহ্মণবাড়িয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিজয়নগরে নৌকাডুবির ঘটনায় স্থানীয় প্রশাসন এ নির্দেশনা দিয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকাল থেকে উপজেলা প্রশাসন এ নির্দেশনা জারি করে।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাবেয়া আফসার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে নৌযান চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। সবশেষ পাওয়া খবরে এ ঘটনায় ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ার ট্রলার ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত