Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় ১ ব্যবসাপ্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১২: ৩৯
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে হাজী বিরিয়ানি হাউস নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে। 

ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। তিনি বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।’ 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে হাজী বিরিয়ানি হাউসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত