Ajker Patrika

চমেকের করোনা ওয়ার্ডে চার ঘণ্টায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৭: ০৫
চমেকের করোনা ওয়ার্ডে চার ঘণ্টায় ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চার ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ২৭ বছর বয়সী, অন্য দুজন ষাটোর্ধ্ব। তাঁরা করোনা পজিটিভ ছিলেন।

আজ রোববার সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চমেকের রেড জোনে তাঁরা মারা যান। 

মারা যাওয়া তিনজন হলেন-রাশেদা আক্তার (২৫), অজিত নারায়ন দাশ (৬৩) ও সালেহা বেগম (৬৫)। এরমধ্যে রাশেদা ২ জুলাই, অজিত ১ জুলাই ও সালেহা বেগম ২৭ জুন ভর্তি হন। 

চমেক ওয়ার্ড মাস্টার অফিসের দায়িত্বরত কর্মকর্তা মো. আশরাফ আজকের পত্রিকাকে জানান, রোববার সকাল সাড়ে ৬টায় রাশেদা,৮টা ৪৫ মিনিটে অজিত ও সাড়ে ১০টায় সালেহা বেগম মারা যান। 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ছয়জন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করে ৩৬৯ জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় জেলায় সংক্রমণ শনাক্তের হার ৩৪ শতাংশ। আগের দিন ছিল ২৫ শতাংশ। 

চট্টগ্রামে এখন পর্যন্ত ৬০ হাজার ৩৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৪৬ হাজার ৯৬৭ এবং অন্যান্য উপজেলার ১৩ হাজার ৪০১ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৭১৭ জন। এর মধ্যে নগরের ৪৮১ ও বিভিন্ন উপজেলার ২৩৬ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত