Ajker Patrika

‘বাকিতে সবজি না দেওয়ায়’ মারধর, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
‘বাকিতে সবজি না দেওয়ায়’ মারধর, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

কক্সবাজারের টেকনাফে বাকিতে সবজি না দেওয়ায় পিটুনিতে আহত সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং বাজারে এ ঘটনা ঘটে। গতকাল দিবাগত রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। 

নিহত সবজি বিক্রেতা মোক্তার আহমদ (৫০) ওই এলাকার কাদির হোছনের ছেলে। একই এলাকার আজিজুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাতে তিনি বলেন, শনিবার বিকেলে মোক্তার আহমেদের সবজির দোকানে একই এলাকার আজিজুর রহমান সবজি কিনতে যান। বাকিতে সবজি না দেওয়ায় আজিজের সঙ্গে কথা–কাটাকাটি হয়। এতে মোক্তারকে আজিজ বেধড়ক মারধর করেন। রাতে মোক্তার হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের ছেলে মুহাম্মদ মোস্তফা বলেন, ‘বাকিতে সবজি না দেওয়ায় বাবাকে আজিজ অমানবিকভাবে মারধর করেছেন। এ সময় স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাবাকে বাড়িতে নেওয়া হয়। রাতে বাবার রক্তবমি করেন। পরে অবস্থার অবনতি হলে বাবাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।’ 
 
ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, কক্সবাজার সদর হাসপাতালের মর্গে লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত