Ajker Patrika

কাপ্তাই লেকে ডুবে যুবকের মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২২: ৪৯
কাপ্তাই লেকে ডুবে যুবকের মৃত্যু

মাছ ধরতে এসে রাঙামাটির কাপ্তাই লেকে ডুবে মো. বাপ্পি (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ফিশারিজ ঘাটে এ ঘটনা ঘটে। ওই যুবক চট্টগ্রাম মহানগরীর চকবাজার পাঁচলাইশ এলাকার বাসিন্দা।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্তারিত খোঁজখবর নিয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’

উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘আজ দুপুরে মাছ শিকার করতে গিয়ে হঠাৎ কাপ্তাই লেকের পানিতে ডুবে যান মো. বাপ্পি। এলাকার লোকজন বিষয়টি আমাকে অবহিত করলে আমি পুলিশ, ফায়ার সার্ভিস এবং নৌ ডুবুরি দলকে খবর দিই। পরে বেলা সাড়ে ৩টায় কাপ্তাই নৌবাহিনী ঘাঁটির লে. কমান্ডার সাফর উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে ১০ সদস্যের ডুবুরি দল এসে উদ্ধারকাজে যোগ দেয়।

৩টা ৫৪ মিনিটে লেক থেকে মো. বাপ্পির মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, থানা-পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সহায়তা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত