Ajker Patrika

চাঁদপুরে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত

চাঁদপুর প্রতিনিধি
দুর্ঘটনায় কিশোরের মৃত্যুর খবরে হাসপাতালে স্বজনদের ভিড়। ছবি: সংগৃহীত
দুর্ঘটনায় কিশোরের মৃত্যুর খবরে হাসপাতালে স্বজনদের ভিড়। ছবি: সংগৃহীত

চাঁদপুরে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামের দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভি পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের এবং নিলয় একই এলাকার মো. সেলিমের ছেলে।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, নিলয় ও অভি মোটরসাইকেলযোগে পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তাতে তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন অভিকে মৃত ঘোষণা করেন। ঢাকায় নেওয়ার পথে নিলয়েরও মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, কাভার্ড ভ্যানসহ চালকের সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত