Ajker Patrika

থানা থেকে লুট হওয়া পিস্তলসহ ‘ডাকাত’ আটক

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৫, ২৩: ১৮
কক্সবাজারে পিস্তলসহ আটক একজন। ছবি: আজকের পত্রিকা
কক্সবাজারে পিস্তলসহ আটক একজন। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের মহেশখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার ভোররাতে উপজেলার শাপলাপুরের জেএম ঘাট ঢালারমুখ এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলটি জব্দ করা হয়।

আজ বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের মহেশখালী স্টেশনের একটি দল জেএম ঘাট ঢালারমুখ-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ডাকাত দলের সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বিক্ষিপ্তভাবে গহিন পাহাড়ের দিকে পালাতে থাকেন। এ সময় ধাওয়া করে আব্দুল মান্নান ওরফে নুনাইয়া (৩২) নামের একজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে মহেশখালী থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি তাজা গোলা জব্দ করা হয়।

মান্নান উপজেলার কালারমারছড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। অস্ত্র জব্দের ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত