Ajker Patrika

চৌদ্দগ্রামে ককটেল ও গুলি ছুড়ে স্বর্ণের দোকানে ডাকাতি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৩৬
কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে ‘প্রীতি জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে ডাকাতি হয়। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে ‘প্রীতি জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে ডাকাতি হয়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে একটি স্বর্ণের দোকানে ককটেল ও গুলি ছুড়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে মোশাররফ হোসেন নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। স্থানীয় জনতা ধাওয়া করে এক ডাকাতকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করে।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিয়াবাজার মসজিদ মার্কেটের ‘প্রীতি জুয়েলার্স’ নামে দোকানে এ ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানে ক্রেতা সেজে ৮-১০ জনের ডাকাত দল মাথায় মাংকি টুপি ও মুখে মাস্ক পরে আসে। এ সময় ডাকাতেরা কৌশলে দোকানের কর্মচারী পলাশ চন্দ্র দত্তকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট শুরু করে। পলাশ ডাকাত বলে চিৎকার করার চেষ্টা করলে তাকে মারধর করে। টের পেয়ে পার্শ্ববর্তী দোকানদার মোশাররফ হোসেন ডাকাত বলে চিৎকার করে। এরপর মার্কেটের ফটক আটকানোর চেষ্টা করলে ডাকাতেরা তাঁকে গুলি করে। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে ডাকাতেরা বিপুল পরিমাণ ককটেলের বিস্ফোরণ ও এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে ঢাকার উত্তর খানের চানপাড়া গ্রামের মো. আবুল বাশারের ছেলে কাউছার আহমেদ (৩৫) নামের ডাকাত দলের এক সদস্যকে আটক করে জনতা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউছারকে হেফাজতে নেয়।

প্রীতি জুয়েলার্সের কর্মচারী পলাশ চন্দ্র দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যার কিছু পরে ৮-১০ জনের একটি দল মুখে টুপি ও মাস্ক পরে দোকানে প্রবেশ করে। তারা স্বর্ণ কেনার অজুহাত দেখিয়ে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের শোকেসে এবং লকারে রাখা স্বর্ণালংকার ব্যাগে ভরতে শুরু করে। আমি ডাকাত বলে চিৎকার করতে চাইলে তারা আমাকে মারধর করে প্রাণে মারার চেষ্টা করে। আমার চিৎকার শুনে পার্শ্ববর্তী দোকানদার এগিয়ে এলে তারা তাকে গুলি করে।’

এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক ডাকাত দলের সদস্যকে পুলিশ হেফাজতে নিয়ে তার দেহ তল্লাশী করে চার রাউন্ড গুলিসহ একটি পিস্তলের ম্যাগাজিন পাওয়া গেছে। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে মহাসড়কের মিরশান্নী এলাকা থেকে একটি মাইক্রো (ঢাকা মেট্রো-চ-১৩-২৯০২) জব্দ করা হয়। মাইক্রোটি তল্লাশি করে দুটি চাপাতি এবং বেশ কিছু স্বর্ণের খালি বক্স উদ্ধার করা হয়।’

এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। ছবি: আজকের পত্রিকা
এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। ছবি: আজকের পত্রিকা

ওসি আরও বলেন, মাইক্রোবাস তল্লাশি করে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। লাইসেন্সের ছবির সঙ্গে আটক কাউছারের মিল রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছার পুলিশকে জানায়, তার দলের অপর সদস্যরা কুমিল্লা জেলার বাইরের। সিসিটিভি ফুটেজ দেখে ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় প্রীতি জুয়েলার্সের মালিক রবীন্দ্র দত্ত বাদী হয়ে থানায় ডাকাতির মামলা করেছেন। মামলায় তিনি ২৫ ভরি স্বর্ণালংকার লুট হওয়ার কথা উল্লেখ করেছেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত