কুমিল্লা প্রতিনিধি
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘যদি শেখ হাসিনার মতো পরিণতি না চান, তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। বর্তমান পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে।’
আজ শনিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৩৫ জনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে—ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। ফলে তারা যেভাবে বক্তব্য দিচ্ছে, স্বাধীন মানুষের জন্য তা অত্যন্ত কলঙ্কজনক।’
আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা যদি মনে করেন, ভারতের আশীর্বাদ ছাড়া এ দেশে ক্ষমতায় আসা যায় না। তাহলে বলতে হয়, শেখ হাসিনার চেয়ে তো বেশি আশীর্বাদ ছিল না, সেই শেখ হাসিনার কী পরিণতি দেশের জনগণ করেছে—তা আপনার স্পষ্টভাবে দেখতে পেরেছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, জনগণের ম্যান্ডেটকেই একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে গ্রহণ করুন।’
স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, ‘পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো। এই অঞ্চলের দাবি, কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করা নিয়ে আলোচনা করব এবং দ্রুত তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা নেব। আমিও বলব, যদি এখানে বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে।’
আরও বক্তব্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন, বিএনপি নেতা শাহ মোফজ্জল হোসেনের ভাই কাজী জুন্নুন বসরী, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ কফিল উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মাহমুদ, সোনাকান্দা দরবার শরিফের কামরুল হাসান, হেফাজতে ইসলামের মুফতি সাদেকুল ইসলাম, উপজেলা জামায়াতের মাওলানা আ ন ম ইলিয়াস ও মনসুর মিয়া, ইসলামী আন্দোলনের এম এম মনিরুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন সমন্বয়ক তরিকুল ইসলাম।
এর আগে মুরাদনগর উপজেলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘যদি শেখ হাসিনার মতো পরিণতি না চান, তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। বর্তমান পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে।’
আজ শনিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৩৫ জনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে—ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। ফলে তারা যেভাবে বক্তব্য দিচ্ছে, স্বাধীন মানুষের জন্য তা অত্যন্ত কলঙ্কজনক।’
আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা যদি মনে করেন, ভারতের আশীর্বাদ ছাড়া এ দেশে ক্ষমতায় আসা যায় না। তাহলে বলতে হয়, শেখ হাসিনার চেয়ে তো বেশি আশীর্বাদ ছিল না, সেই শেখ হাসিনার কী পরিণতি দেশের জনগণ করেছে—তা আপনার স্পষ্টভাবে দেখতে পেরেছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, জনগণের ম্যান্ডেটকেই একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে গ্রহণ করুন।’
স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, ‘পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো। এই অঞ্চলের দাবি, কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করা নিয়ে আলোচনা করব এবং দ্রুত তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা নেব। আমিও বলব, যদি এখানে বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে।’
আরও বক্তব্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন, বিএনপি নেতা শাহ মোফজ্জল হোসেনের ভাই কাজী জুন্নুন বসরী, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ কফিল উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মাহমুদ, সোনাকান্দা দরবার শরিফের কামরুল হাসান, হেফাজতে ইসলামের মুফতি সাদেকুল ইসলাম, উপজেলা জামায়াতের মাওলানা আ ন ম ইলিয়াস ও মনসুর মিয়া, ইসলামী আন্দোলনের এম এম মনিরুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন সমন্বয়ক তরিকুল ইসলাম।
এর আগে মুরাদনগর উপজেলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৭ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৭ ঘণ্টা আগে