Ajker Patrika

মেঘনায় মিলল যুবকের লাশ, পরিবার বলছে হত্যা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 
মো. ফরহাদ জুয়েল। ছবি: সংগৃহীত
মো. ফরহাদ জুয়েল। ছবি: সংগৃহীত

চাঁদপুরে মেঘনা নদী থেকে মো. ফরহাদ জুয়েল (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে চাঁদপুর সদরের নীলকমল এলাকায় মেঘনা নদীতে লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করে। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জুয়েল মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের সাতানী গ্রামের মো. আবুল হাশেমের ছেলে।

জুয়েলের পরিবার বলছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। জুয়েলের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে জুয়েল বাড়ি থেকে বের হয়ে এখলাসপুর বকুলতলা এলাকায় যান। তাঁর মা সুফিয়া বেগম বলেন, ‘আমার ছেলে শাহ আলম মেম্বারের কাছে গিয়েছিল। এরপর আর কোনো খোঁজ মেলেনি।’ এদিকে এখলাসপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম বলেছেন, ‘আমার সঙ্গে জুয়েলের কোনো সাক্ষাৎ হয়নি।’ এদিন রাত ৮টার দিকে হাসিমপুর গ্রামের রুহুল আমিনের সঙ্গে নয়ানগর বটতলায় দেখা হয় জুয়েলের। রুহুল জানান, তাঁরা দুজন মোটরসাইকেল নিয়ে বাজারের পথে রওনা দেন। পথে এখলাসপুরের নুরু মিয়া রাজার সঙ্গে দেখা হলে জুয়েল মোটরসাইকেল থামান। পরে রুহুল বাজারে পৌঁছালেও জুয়েল আর আসেননি। নুরু মিয়া রাজা বলেন, ‘জুয়েল বলেছে সে মনির হোসেন গাজীর ছেলে সজিবের কাছে বালুর টাকা নিতে যাচ্ছে।’ অন্যদিকে সজিব বলেন, ‘জুয়েলের সঙ্গে আমার কোনো আর্থিক লেনদেন নেই। এমনকি ওই দিন তার সঙ্গে আমার দেখা হয়নি।’

আজ ভোরে পাঁচানী স্কুলের পাশের রাস্তার ধারে জুয়েলের ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই জুয়েলের বড় ভাই সোহেলের মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এই ঘটনায় সাতানী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নজরুল, জাহিদুল এবং হযরত আলী প্রধানের ছেলে মনির হোসেনকে মতলব উত্তর থানা-পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যাকাণ্ডের দিকটিই আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সালিস না মেনে মামলা, ক্ষিপ্ত মেম্বার-চেয়ারম্যানরা হত্যা করেন মা ও ছেলে-মেয়েকে: র‍্যাব

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, ভারতীয় নিরব মোদির বেলজিয়ান ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত