Ajker Patrika

মায়ের আর্তনাদে বদলে গেল বিচারকের রায়

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
মায়ের আর্তনাদে বদলে গেল বিচারকের রায়

আসামির জামিন শুনানি শুরু হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। দুই পক্ষের আইনজীবীরা জেরা করছেন। আদালত কক্ষের পাশে দাঁড়িয়ে আছেন বাদী ও বিবাদী পক্ষের লোকজন। শুনানি শেষে বিচারক আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই সংবাদ শুনে আদালতের পাশে দাঁড়িয়ে থাকা আসামির মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন। মায়ের চিৎকার শুনে পাশে থাকা অনেক লোক জড়ো হন। বিচারকের এজলাসে বসে সেই কান্নার আওয়াজ শুনে তাৎক্ষণিক আসামিকে জামিন দিয়ে দেন। 

আজ বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী হাতিয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। জামিন পাওয়া আসামি মো. জিহাদ উদ্দিন (২২) হাতিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. খোকনের ছেলে। 

বাদী পক্ষের আইনজীবী জাহের উদ্দিন বলেন, ‘বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় চৌমুহনী বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় গত ৪ ডিসেম্বর জিহাদকে এক নম্বর আসামি করে তিনজনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি মামলা হয়। এই মামলায় জিহাদ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহান্মদ আনোয়ার হোসেনের আদালতে হাজির হয়ে জামিন চান। আদালত প্রথমে তাঁর জামিন নামঞ্জুর করেন। পরে তাঁর মায়ের আর্তনাদে মানবিক দিক বিবেচনা করে জামিন দেন। এ জন্য আসামি পক্ষের আইনজীবীকে তাৎক্ষণিক একটি জামিনের আবেদন করতে হয়েছে।’ 

বিষয়টি নিয়ে আদালত পাড়ায় অনেক হইচই পড়ে যায়। অনেকে মায়ের আর্তনাদ ও মাটিতে লুটিয়ে পড়ার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। কেউ কেউ এই ঘটনাকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বলে আখ্যা দিয়েছেন। কেউ কেউ বিচারকের এই রায়কে সকল মায়ের সন্তানের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানানোর সঙ্গে তুলনা করেন।

মায়ের চিৎকার শুনে পাশে থাকা অনেক লোক জড়ো হনহাতিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন বলেন, ‘আইন তো মানুষের জন্য করা হয়েছে। মায়ের চিৎকার শুনে আদালতের মধ্যে সবার মাঝে মানবিকতা কাজ করেছে। বিচারকের এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।’ 

হাতিয়া মানবিক সংগঠন জাগ্রত দ্বীপ হাতিয়ার সভাপতি মো. আলী বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি। অনেকে বিচারকের এই রায়কে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বলে আখ্যা দিয়েছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত