টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে মায়ের মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সাদিয়া ফেরদৌস ও শারমিন আকতার নামে দুই সহোদর বোন। তাঁরা সাবরাং উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে টেকনাফের এজহার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। আজ মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার দিন ঘটে হৃদয়বিদারক এ ঘটনা।
সাদিয়া ফেরদৌস ও শারমিন আক্তারের মায়ের নাম আনোয়ারা বেগম (৫০)। বাবা জহির আহমদ। উপজেলার সাবরাং ইউনয়নের পানছড়িপাড়ার বাসিন্দা তাঁরা।
পরীক্ষার হলে যেতে মেয়েদের নিজ হাতে তৈরি করে দেবেন মা। ভালোবাসা ও দোয়া দিয়ে পরীক্ষার হলে পাঠাবেন। এটাই ছিল স্বাভাবিক চিত্র। কিন্তু সাদিয়া আর শারমিনের ভাগ্যে তা জোটেনি। গতকাল সোমবার ভোররাতে চিরবিদায় নেন তাদের মা। মায়ের মরদেহ বাড়িতে রেখে কাঁদতে কাঁদতে পরীক্ষার হলে যায় তারা।
সাদিয়া ও শারমিনের চাচাতো ভাই রবিউল বলেন, রমজান থেকেই অসুস্থ ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ ভোররাত সাড়ে ৩টায় ইন্তেকাল করেন তিনি। সকালে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
সাদিয়া-শারমিনের বাবা জহির আহমদ বলেন, যেখানে এক দিন আগেও মেয়েরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল, হঠাৎ এত বড় ধাক্কা কীভাবে সামলে পরীক্ষায় পাস করবে আল্লাহ ভালো জানেন।
সাবরাং উচ্চবিদ্যালয়ের শিক্ষক আমিনুল হক বাঁধন আজকের পত্রিকাকে বলেন, তারা দুজনই মানবিক বিভাগের ছাত্রী। পরীক্ষায় অংশ নিলেও এই পরিস্থিতিতে ভালোভাবে পরীক্ষা দেওয়া তাদের জন্য কঠিন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, দুই পরীক্ষার্থীর মায়ের মৃত্যু সত্যি বেদনাদায়ক। তাদের মানসিকভাবে সহযোগিতা করতে কেন্দ্রসচিবকে বলা হয়েছে।
টেকনাফে মায়ের মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সাদিয়া ফেরদৌস ও শারমিন আকতার নামে দুই সহোদর বোন। তাঁরা সাবরাং উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে টেকনাফের এজহার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। আজ মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার দিন ঘটে হৃদয়বিদারক এ ঘটনা।
সাদিয়া ফেরদৌস ও শারমিন আক্তারের মায়ের নাম আনোয়ারা বেগম (৫০)। বাবা জহির আহমদ। উপজেলার সাবরাং ইউনয়নের পানছড়িপাড়ার বাসিন্দা তাঁরা।
পরীক্ষার হলে যেতে মেয়েদের নিজ হাতে তৈরি করে দেবেন মা। ভালোবাসা ও দোয়া দিয়ে পরীক্ষার হলে পাঠাবেন। এটাই ছিল স্বাভাবিক চিত্র। কিন্তু সাদিয়া আর শারমিনের ভাগ্যে তা জোটেনি। গতকাল সোমবার ভোররাতে চিরবিদায় নেন তাদের মা। মায়ের মরদেহ বাড়িতে রেখে কাঁদতে কাঁদতে পরীক্ষার হলে যায় তারা।
সাদিয়া ও শারমিনের চাচাতো ভাই রবিউল বলেন, রমজান থেকেই অসুস্থ ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ ভোররাত সাড়ে ৩টায় ইন্তেকাল করেন তিনি। সকালে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
সাদিয়া-শারমিনের বাবা জহির আহমদ বলেন, যেখানে এক দিন আগেও মেয়েরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল, হঠাৎ এত বড় ধাক্কা কীভাবে সামলে পরীক্ষায় পাস করবে আল্লাহ ভালো জানেন।
সাবরাং উচ্চবিদ্যালয়ের শিক্ষক আমিনুল হক বাঁধন আজকের পত্রিকাকে বলেন, তারা দুজনই মানবিক বিভাগের ছাত্রী। পরীক্ষায় অংশ নিলেও এই পরিস্থিতিতে ভালোভাবে পরীক্ষা দেওয়া তাদের জন্য কঠিন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, দুই পরীক্ষার্থীর মায়ের মৃত্যু সত্যি বেদনাদায়ক। তাদের মানসিকভাবে সহযোগিতা করতে কেন্দ্রসচিবকে বলা হয়েছে।
রিমান্ড আবেদনে মোখলেসুর রহমান বলেন, জানে আলম অপুর নেতৃত্বেই শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়। ঘটনার সময় পাঁচজন গ্রেপ্তার হলেও অপু সেখান থেকে পালিয়ে যান। তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশের বিরাজমান পরিস্থিতিতে গুলশানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। অপু ও তাঁর সহযোগীরা এতটাই
২০ মিনিট আগেমাদারীপুরে কুমার নদে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
৩৭ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে একই পরিবারের ৪ জনসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু, দুই নারী রয়েছেন।
৩৯ মিনিট আগে