Ajker Patrika

মায়ের মৃত্যুর ধাক্কা সামলে পরীক্ষার হলে সহোদর দুই বোন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৩, ১৪: ৩০
মায়ের মৃত্যুর ধাক্কা সামলে পরীক্ষার হলে সহোদর দুই বোন

টেকনাফে মায়ের মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সাদিয়া ফেরদৌস ও শারমিন আকতার নামে দুই সহোদর বোন। তাঁরা সাবরাং উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে টেকনাফের এজহার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। আজ মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার দিন ঘটে হৃদয়বিদারক এ ঘটনা।

সাদিয়া ফেরদৌস ও শারমিন আক্তারের মায়ের নাম আনোয়ারা বেগম (৫০)। বাবা জহির আহমদ। উপজেলার সাবরাং ইউনয়নের পানছড়িপাড়ার বাসিন্দা তাঁরা। 

পরীক্ষার হলে যেতে মেয়েদের নিজ হাতে তৈরি করে দেবেন মা। ভালোবাসা ও দোয়া দিয়ে পরীক্ষার হলে পাঠাবেন। এটাই ছিল স্বাভাবিক চিত্র। কিন্তু সাদিয়া আর শারমিনের ভাগ্যে তা জোটেনি। গতকাল সোমবার ভোররাতে চিরবিদায় নেন তাদের মা। মায়ের মরদেহ বাড়িতে রেখে কাঁদতে কাঁদতে পরীক্ষার হলে যায় তারা।

সাদিয়া ও শারমিনের চাচাতো ভাই রবিউল বলেন, রমজান থেকেই অসুস্থ ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ ভোররাত সাড়ে ৩টায় ইন্তেকাল করেন তিনি। সকালে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

সাদিয়া-শারমিনের বাবা জহির আহমদ বলেন, যেখানে এক দিন আগেও মেয়েরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল, হঠাৎ এত বড় ধাক্কা কীভাবে সামলে পরীক্ষায় পাস করবে আল্লাহ ভালো জানেন।

সাবরাং উচ্চবিদ্যালয়ের শিক্ষক আমিনুল হক বাঁধন আজকের পত্রিকাকে বলেন, তারা দুজনই মানবিক বিভাগের ছাত্রী। পরীক্ষায় অংশ নিলেও এই পরিস্থিতিতে ভালোভাবে পরীক্ষা দেওয়া তাদের জন্য কঠিন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, দুই পরীক্ষার্থীর মায়ের মৃত্যু সত্যি বেদনাদায়ক। তাদের মানসিকভাবে সহযোগিতা করতে কেন্দ্রসচিবকে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত