Ajker Patrika

রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮: ২৫
রায়পুরে বিএনপির জরুরি সভায় উপস্থিত নেতারা। ছবি: আজকের পত্রিকা
রায়পুরে বিএনপির জরুরি সভায় উপস্থিত নেতারা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু এ তথ্য জানিয়েছেন। এর আগে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সংঘর্ষের ঘটনা নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়। ২০ ডিসেম্বর ২০২৪ থেকে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি ও তার সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের স্বাক্ষর করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহম্মদ ও সদস্যসচিব মো. সফিকুর রহমান ভূঁইয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতি ও শুক্রবার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর মেঘনার চর, মাছঘাট, বাজার ও কাঁচামালের আড়ত নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়ন বিএনপির মধ্যে দুটি ধারা তৈরি হয়। একপক্ষে উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামিম গাজী, অন্যপক্ষে ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক কবিরাজ নেতৃত্ব দিচ্ছেন।

এ বিষয়ে গতকাল শুক্রবার রাতে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জরুরি বৈঠক হয়। বৈঠকে ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কমিটির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির কমিটিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় দল থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে এ বিষয়ে আজকের পত্রিকার অনলাইন ভার্সনে ‘লক্ষ্মীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগ’ ও আজ শনিবার প্রিন্ট ভার্সনে ‘লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত