Ajker Patrika

চট্টগ্রামে প্লাস্টিক পণ্যের গুদামে লাগা আগুন আধঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ৩১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের হালিশহরের একটি বহুতল ভবনের নিচতলায় থাকা প্লাস্টিক পণ্যের গুদামে আগুন লেগেছে। সাততলা ভবনটির নিচতলায় পণ্যের গুদাম হলেও ওপরের তলাগুলো আবাসিক। আগুন লাগার পর সেখানকার বাসিন্দাসহ আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের হালিশহর থানাধীন মুন্সীপাড়ায় অবস্থিত বহুতল ভবনটিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুল মালেক।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের তথ্যে বলা হয়েছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও সিইপিজেড স্টেশন থেকে ৬টি অগ্নিনির্বাপণকারী গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষতি তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের দাবি, মাগরিবের নামাজের পর শিশু-কিশোররা আতশবাজি ফুটিয়েছিল। এ সময় একটি আতশবাজি ভবনটির গুদামে থাকা ফল বহনে ব্যবহৃত প্লাস্টিকের ক্যারেটে (ফল রাখার প্লাস্টিকের ঝুড়ি) গিয়ে পড়ে। এরপর সেখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন মোট তিনটি ভবনে ছড়িয়ে পড়েছিল। তবে ফায়ার সার্ভিস দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত