Ajker Patrika

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ৩ 

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৬: ০৯
ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ৩ 

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জোবায়ইদা রহমানের সম্পত্তি ক্রোকের প্রতিবাদে ফেনী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দিয়ে নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. ইয়াসিন, ছাত্রদলের কর্মী আবদুল আজিজ স্বপন ও মো. কাউসার।

আজ শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ট্রাংক রোড পর্যন্ত গেলে সেখানে ফের পুলিশের বাধার মুখে পড়ে।

এ সময় পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছাত্রদলের তিনজন কর্মীকে আটক করে পুলিশ।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন আজকের পত্রিকাকর জানান, `পুলিশ অতর্কিতভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করে এবং ছাত্রদলের তিন কর্মীকে আটক করে। এ ঘটনায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত