Ajker Patrika

খাগড়াছড়িতে ছড়ায় মিলল কম্বলে মোড়ানো নবজাতকের মরদেহ

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়িতে ছড়ায় মিলল কম্বলে মোড়ানো নবজাতকের মরদেহ

খাগড়াছড়িতে ছড়া থেকে নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার সকালে উপজেলার মধুপুর বাজারের পাশের ছড়া থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা-পুলিশ। 

স্থানীয় ও পুলিশ জানায়, আজ সকালে খাগড়াছড়ি শহরের মধুপুর বাজারের পাশে ছড়ায় কম্বল মোড়ানো অবস্থায় একটি নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহটি কে বা কারা ফেলে গেছে তা জানা যায়নি। 

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান বলেন, নবজাতকের মরদেহটি অর্ধগলিত অবস্থায় তাঁরা উদ্ধার করেন। নবজাতকটি এক দিন বয়সের হতে পারে। শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত