Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে বাবার অভিযোগ, ছয় মাসের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে বাবার অভিযোগ, ছয় মাসের কারাদণ্ড

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. শাহীন মিয়া (৩৫) নামের এক মাদকাসক্ত যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ি গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে তাঁকে আটকের পর এ সাজা দেওয়া হয়।

এর আগে ওই দিন দুপুরে মো. শাহীন মিয়ার বাবা আব্দুর রাজ্জাক মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না পেরে প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এ সময় ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

ওই যুবকের পরিবার জানায়, শাহীন মিয়া প্রতিনিয়ত মাদক সেবন করেন। মাদকের টাকার জন্য তিনি স্ত্রী, সন্তান, মা, বাবাসহ পরিবারের অন্য সদস্যদের মারধর ও মানসিক নির্যাতন করেন। তা ছাড়া তিনি মাদক সেবন করে রাস্তাঘাটে মাতলামি ও গালমন্দ করে মানুষের শান্তি বিনষ্ট করে আসছেন। এসবের প্রতিকার চেয়ে গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের কাছে তাঁর বাবা অভিযোগ করেন। পরে সন্ধ্যায় উপজেলা প্রশাসন আশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আটক শাহীন মিয়া দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দণ্ডপ্রাপ্ত ওই যুবক নিয়মিত মাদক সেবন করেন। তা ছাড়া মাদক সেবনের টাকার জন্য পরিবারের লোকজনকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ জনসাধারণের শান্তি বিনষ্ট করেন। বিষয়টি তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করলে তাঁকে এই সাজা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত